আজকাল ওয়েবডেস্ক: করছিলেন আম্পায়ারিং। ব্যাটারের স্ট্রেট ড্রাইভ সোজা এসে লাগল মুখে। নাক অবশ্য ফাটেনি। তবে মুখ ও চোখে গুরুতর আঘাত লাগায় একেবারে রক্তারক্তি কান্ড। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার একটি লিগ ক্রিকেটের ম্যাচে।
উত্তর পার্থে একটি ঘরোয়া লিগের ম্যাচ চলছিল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সাবার্বান টার্ফ ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আম্পায়ার টনি নবরেগা ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান। জানা গেছে, ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভ সোজা এসে লাগে আম্পায়ারের মুখে। চোখেও গুরুতর আঘাত লাগে। তবে ভাগ্য ভাল যে মুখ বা নাকের হাড় ভাঙেনি। তবে চোট ভয়ঙ্কর। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন ওই আম্পায়ার। মুখ ও চোখে লেগেছে চোট। রক্ত জমে লাল হয়েছে রয়েছে অংশটা। ফুলে রয়েছে।
আম্পায়ারস সংস্থার তরফে জানানো হয়েছে, ‘রাতটা হাসপাতালেই ছিল টনি। ভাগ্য ভাল যে কোনও হাড় ভাঙেনি। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই আম্পায়ারকে পর্যবেক্ষণে রেখেছেন। ও দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এর আগে ক্রিকেট মাঠে বল লেগে আম্পায়ারের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ২০১৯ সালে ওয়েলসে ক্রিকেট বলের আঘাতে মারা যান ৮০ বছরের আম্পায়ার জন উইলিয়ামস। ২০১৪ সালে ইজরায়েলের আম্পায়ার হিল্লেল অস্কার মাথায় বল লেগে মারাই গিয়েছিলেন।
