আজকাল ওয়েবডেস্ক:‌ ওসামা বিন লাদেন। লস্কর–ই–তৈবার প্রাক্তন প্রধান। মার্কিন সেনা খতম করেছিল এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে। এবার যা হল তা নিয়ে হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়ার এক রেফারি ওসামা বিন লাদেনের মতো পোশাক পরে অনুষ্ঠানে এসেছিলেন!‌ এই অপরাধের জন্য এক বছর তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ২০২৫ সালে কোনও ফুটবল ম্যাচ তিনি পরিচালনা করতে পারবেন না।


মরসুম শেষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। সেই অনুষ্ঠানে রেফারি লেহ হুসেন হাজির হন লাদেনের মতো পোশাক পড়ে। ব্যস তাতেই শুরু হইচই। অস্ট্রেলিয়া ফুটবল লিগের তরফে বলা হয়েছে, ‘‌এরকম পোশাক পরে আসার জন্য হুসেনকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।’‌ এদিকে হুসেন সাফাই দিয়ে বলেছেন, ‘‌অত্যন্ত দুঃখিত। কাউকে অপমান করার জন্য এটা আমি করিনি।’‌ তিনি কেন এরকম করলেন তার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।