আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্নে জিতে সিরিজে ইতিমধ্যেই ২–১ এগিয়েছে অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, সিডনি টেস্টে প্রথম একাদশে দুটো বদল করতে পারে অস্ট্রেলিয়া। দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, মিচেল মার্শ সিরিজে ব্যাট হাতে সেরকম রান পাননি। এদিকে চোট রয়েছে মিচেল স্টার্কের। যদি সিডনি টেস্ট থেকে স্টার্ক ছিটকে যান সেক্ষেত্রে প্রথম একাদশে আসতে পারেন ঝাই রিচার্ডসন বা শন অ্যাবট। 


মঙ্গলবারই সিডনি চলে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। সাধারণত জেতা একাদশ থেকে বদল করতে চায় না কোনও দলই। কিন্তু চোট থাকলে অন্য পরিকল্পনা নিতে হয়। তার উপর ক্রিকেটারদের ছন্দও একটা ব্যাপার। মার্শ এই সিরিজে এখনও অবধি রান করেছেন মাত্র ৭৩। গড় ১০‌.‌০৪। সেখানে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টার দুর্দান্ত ছন্দে ছিলেন। চলতি মরশুমে রেকর্ড ৯০০ রান ও ৩০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। চতুর্থ টেস্টের আগেই তাঁকে দলে ডেকে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু খেলায়নি। সুযোগ দেওয়া হয় মার্শকে। এবার স্বয়ং কোচ ইঙ্গিত দিয়েছেন, সিডনিতে ওয়েবস্টারকে খেলানো হতে পারে। 


কোচ বলেছেন, ‘‌ওয়েবস্টারের বলে গতি আছে। গত চার টেস্টে মার্শ সেভাবে পারফর্ম করতে পারেনি।’‌ 


এমনিতে ওয়ার্কলোড কমানোর জন্য মার্শকে খুব বেশি বলও দেয়নি অস্ট্রেলিয়া। তিনি পুরো ফিটও নন। চার টেস্টে বল করেছেন মাত্র ৩৩ ওভার। নিয়েছেন ৩ উইকেট। 


এদিকে, স্টার্কের চোট খুব গুরুতর নয় বলেই জানা গেছে। বুধ ও বৃহস্পতি অনুশীলন করবে অস্ট্রেলিয়া। নেটে স্টার্ককে দেখার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে মেলবোর্ন থেকে সিডনির দূরত্ব বেশি নয়। তাই অতিরিক্ত ট্রাভেলের ধকল নিতে হবে না। 
স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গেই আছেন অ্যাবট, রিচার্ডসনরা।