আজকাল ওয়েবডেস্ক: বুমরাকে আটকাতে অদ্ভূত পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার সাইমন ডুল। তাঁর মতে, বর্ডার–গাভাসকার ট্রফিতে ভারতের বড় অস্ত্র জসপ্রীত বুমরা। তাই বুমরাকে অকেজো করতে পারলেই যে অর্ধেক কাজ সারা হয়ে যাবে তা বুঝে গিয়েছেন অসিরা। ডুলের মতে, তাই সিরিজের সূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে বুমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।
ডুলের কথায়, ‘সুন্দরভাবে সূচিটা তৈরি করেছে অস্ট্রেলিয়া। ওরা জানে বুমরা সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাই প্রথম টেস্টটাই রেখেছে পার্থের গরমে। পরেরটাই গোলাপি বল টেস্ট। অস্ট্রেলিয়দের ধারণা অত্যধিক গরমের পর দিন রাতের টেস্ট খেলে বুমরা ক্লান্ত হয়ে পড়লে হয়ত এক আধটা ম্যাচে তাঁকে বিশ্রাম দেবে ভারত। সেই ফায়দাটা কামিন্সরা তুলবে। তরা উপর তৃতীয় টেস্ট ব্রিসবেনে। যেখানে পেসাররা সুবিধা পায়। তাই অস্ট্রেলিয়া চাইছে প্রথম দুই টেস্টে ওভারের পর ওভার বল করে বুমরা ক্লান্ত হয়ে গেলে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম নেয়। তাহলে সুবিধা তাদের।’ এরপরই ডুলের সংযোজন, ‘বুমরাকে একেবারে গরমে সিদ্ধ করে ফেলার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। তাই পার্থের ওই গরমে প্রথম টেস্ট ফেলেছে। তারপর অ্যাডিলেডেও বেশ গরম। সেখানে দিন–রাতের টেস্টেও বুমরাকে প্রচুর বল করতে হবে। এরপর যদি ক্লান্ত হয়ে বুমরা একটা দুটো টেস্টে বসে যায়, তাহলে তো হয়ে গেল। তাই আমার মতে অনেক পরিকল্পনা করে অস্ট্রেলিয়া এই সূচি তৈরি করেছে।’
এদিকে, প্রথম দুই টেস্টে রোহিত সম্ভবত খেলবেন না। সেক্ষেত্রে অধিনায়ক হতে পারেন জসপ্রিত বুমরা।
