আজকাল ওয়েবডেস্ক:‌ ১০৪ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্রথম ইনিংসের নিরিখে ভারত এগিয়ে থাকল ৪৬ রানে। ভারতের ১৫০ রানের জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৬৭/‌৭। দ্বিতীয় দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফেরান ভারতীয় অধিনায়ক বুমরা। এরপর হর্ষিত রানার শিকার নাথান লায়ন। কিন্তু মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড দলের রান ১০০ পার করে দেন। দশম উইকেটে গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড। স্টার্কের অবদান ২৬। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। দশম উইকেটেই হল সর্বোচ্চ রানের জুটি। হর্ষিত রানার শিকার হলেন স্টার্ক।


পারথ টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন বুমরা। অভিষেকেই তিন উইকেট পেলেন হর্ষিত রানা। মহম্মদ সিরাজের দখলে দুই উইকেট।


দ্বিতীয় ইনিংসে যত বেশি রান করাই হবে লক্ষ্য ভারতের। অসিদের যত বেশি রানের টার্গেট দেওয়া যায়, সেটাই প্রধান উদ্দেশ্য টিম ইন্ডিয়ার। তবে প্রথম ইনিংসে টপ অর্ডার যেভাবে ভেঙে পড়েছিল, দ্বিতীয় ইনিংসেও যদি তাই হয়, তাহলে ম্যাচ হাত থেকে ফস্কে যাবে।