আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মার সঙ্গে দীর্ঘদিন খেলেছেন পীযূষ চাওলা। এখনও মুম্বই ইন্ডিয়ান্সে খেলেন তিনি। রোহিতের ক্যাপ্টেন্সি যেমন দারুণ পছন্দ চাওলার। তেমনই রোহিতের বেশ কিছু জিনিস বেশ অবাক করে চাওলাকে। একবার যেমন রাত আড়াইটে নাগাদ রোহিত মেসেজ করেছিলেন পীযূষকে। 

 


প্রসঙ্গত, ২০২৩ আইপিএলে পীযূষ চাওলা মুম্বইয়ের হয়ে ভাল বোলিং করেছিলেন। ১৬ ম্যাচে ২২ উইকেট নিয়ে আইপিএলের চতুর্থ উইকেটশিকারী ছিলেন। তখন মুম্বইয়ের অধিনায়ক ছিলেন রোহিত। সেবার আইপিএল চলাকালীন এক ম্যাচের আগে রাত ২.৩০ নাগাদ পীযূষকে টেক্সট মেসেজ করেন রোহিত। জানা যায় দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে কৌশল নিয়ে আলোচনা করতে পীযূষকে ডাকেন রোহিত। এই ঘটনা প্রসঙ্গে চাওলা বলেছেন, ‘রোহিতের সঙ্গে এত বেশি ক্রিকেট খেলেছি যে, আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য রয়েছে। আমরা মাঠের বাইরেও বসে থাকি। একবার রাত আড়াইটে নাগাদ ও আমাকে টেক্সট করে জিজ্ঞাসা জানতে চাইল, ‘তুমি জেগে আছো?’ এরপর কাগজে একটি মাঠ আঁকে এবং আমার সঙ্গে আলোচনা করতে থাকে আমরা ওয়ার্নারকে কীভাবে আউট করতে পারি। ওই সময়েও ও কীভাবে আমার থেকে সেরাটা পেতে পারে তা নিয়ে ভাবছিল।’‌ চাওলার কথায়, ‘‌রোহিত শুধু একজন অধিনায়ক নয়। একজন সত্যিকারের নেতা। ২০২৩ বিশ্বকাপ, কিংবা ২০২৪ টি২০ বিশ্বকাপে রোহিত যেভাবে ব্যাট করেছে তা অকল্পনীয়। বাকি ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছিল রোহিত। প্রত্যেক ক্রিকেটারকে খোলা মনে খেলতে দেয়।’‌ 


প্রসঙ্গত, রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে। ২০২৪ আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে মুম্বই।