আজকাল ওয়েবডেস্ক: ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস। পাঁচটি চার ও পাঁচটি ছয়। দিল্লিকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আশুতোষ শর্মা। ২০২৪ সালে পাঞ্জাবে ছিলেন আশুতোষ। আইপিএলের অভিষেক বছরে অনেক কিছু শিখেছেন আশুতোষ। মেন্টর হিসেবে পেয়েছিলেন কেভিন পিটারসেনকে। রেলওয়ের সেই ব্যাটার আশুতোষ সোমবার যখন মাঠে নেমেছিলেন, তখন দিল্লি ৬৫/৫। তাড়া করতে হবে ২১০ রান। বাকিটা ইতিহাস।
খেলায় উত্তরোত্তর চাপ বাড়ছিল। কিন্তু নিজেকে ঠান্ডা রেখেছিলেন আশুতোষ। খেলা শেষে আশুতোষ জানান, ‘আত্মবিশ্বাসী ছিলাম। এটা তো খেলারই অঙ্গ। আমি কিন্তু খুব সাধারণ ব্যাটিং করি। অতটা আক্রমণাত্মক নই। তবে এটা জানতাম মোহিত যদি একটি সিঙ্গলস নেয়, তো আমি ছক্কা মেরে দেব। এই আত্মবিশ্বাসটা ছিল। চেষ্টা ছিল জিতিয়ে ফেরার। সেটা করতে পেরেছি।’
আইপিএলের আগে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে খেলেছিলেন আশুতোষ। যা তাঁকে ভীষণ সাহায্য করেছে। চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ১৬৪ করেছিলেন আশুতোষ। ছিল দুটি অর্ধশতরান।
তাঁর কথায়, ‘ভাইজাগের উইকেটে খেলেছিলাম। তাই জানতাম এই উইকেট দ্বিতীয় ইনিংসে কেমন আচরণ করবে। পরিস্থিতি আমার জন্য অনুকূল ছিল। উইকেটটাও ছিল ভাল।’
পাঞ্জাবে গতবার ৯ ইনিংসে ১৮৯ করেছিলেন আশুতোষ। তাঁর কথায়, ‘গত আইপিএল থেকে অনেক কিছু শিখেছি। এবার সেগুলো প্রয়োগ করছি। ঘরোয়া ক্রিকেটে যা শিখেছি, সেগুলোই কাজে লাগানোর চেষ্টা করছি।’
