আজকাল ওয়েবডেস্ক:‌ অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফুটবল শুরু হয়ে গেল প্যারিসে। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার কাণ্ড ঘটল। বিতর্কিত ম্যাচে মরক্কোর কাছে আর্জেন্টিনা হেরে গেল ১–২ গোলে। 


ম্যাচ ছিল ৯০ ঘণ্টার। যা চলল প্রায় সাড়ে চার ঘণ্টা!‌ খেলা থমকাল প্রায় দুই ঘণ্টা। কিন্তু কেন?‌


অলিম্পিকে গ্রুপ পর্বের ম্যাচে শুরুট দারুণ করেছিল মরক্কো। প্রথমার্ধে সউফিয়ানে রহিমির গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি আবার গোল করেন। এরপর ৬৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান জিউলিয়ানো সিমিয়নে। এরপর নির্ধারিত সময়ে আর্জেন্টিনা আর গোল শোধ করতে পারেনি। ইনজুরি টাইম শেষ হলেও রেফারি খেলা শেষ করেননি। অতিরিক্ত প্রায় ১৬ মিনিট খেলানো হয়। আর ঠিক ১১৬ মিনিটে গোল শোধ করেন আর্জেন্টিনার মেদিনা। তখন খেলার বয়স ১০৬ মিনিট। এরপরই রাগে ফেটে পড়েন মরক্কোর ফুটবলার, কোচ থেকে শুরু করে সমর্থকরা। দাবি ওঠে, আর্জেন্টিনার গোল শোধের জন্যই ১৬ মিনিট অতিরিক্ত খেলিয়েছেন রেফারি। মাঠে বোতল ছুঁড়তে থাকেন মরক্কো সমর্থকরা। আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ্য করে ছোড়া হয় আতসবাজি। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন মরক্কোর এক সমর্থক। পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই পরিস্থিতিতে জানান হয় ম্যাচ স্থগিত। দর্শকদের বিক্ষোভ থামার পরে মাঠ খালি করা হয়। প্রায় দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর পর ফাঁকা মাঠে ফের খেলতে নামে দুই দল। ভার এর সাহায্যে গোল বাতিল হয় আর্জেন্টিনার। বলা হয়, গোলের সময় অফসাইডে ছিলেন মেজিনা। তার মিনিট খানেক পরেই খেলা শেষ হয়। মরক্কো ২–১ জেতে। এই ঘটনায় গোটা বিশ্ব স্তম্ভিত। মেসি লেখেন, ‘‌অবিশ্বাস্য।’‌ আর আর্জেন্টিনা কোচ জেভিয়ার মাসচেরানো বলেন, ‘‌সার্কাস হল।’‌ 


এদিকে, ইউরো জয়ী স্পেন ২–১ হারিয়েছে উজবেকিস্তানকে।