আজকাল ওয়েবডেস্ক:‌ সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এরপরই প্রশ্ন উঠে গেছে টেস্টে চার নম্বরে ব্যাট করবেন কে?‌ অনেকেই নিজের পছন্দের মতো ব্যাটারদের নাম বলছেন। তবে দেশের প্রাক্তন কোচ ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে কিন্তু বাজি ধরছেন করুণ নায়ারের উপর। 


যদিও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এবার দারুণ খেলেছেন। তাছাড়া নায়ার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও বেশ ভাল খেলেছেন। তাই কুম্বলের মতে, ইংল্যান্ড সিরিজে নায়ারকে চার নম্বরে ট্রাই করা যেতে পারে।


২০২৪–২৫ ঘরোয়া ক্রিকেটে নায়ার ৯ ম্যাচে ৮৬৩ রান করেছেন। যদিও তিনি শেষ টেস্ট খেলেছেন সেই ২০১৭ সালে। তবে শেহবাগ ছাড়া ভারতীয় ব্যাটার হিসেবে একমাত্র নায়ারেরই টেস্টে ত্রিশতরান রয়েছে।


ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, ‘‌ঘরোয়া ক্রিকেটে এবার নায়ার যা খেলেছে তাতে টেস্ট সিরিজে এবার ওঁর সুযোগ পাওয়া উচিত। আর সুযোগ পেলে চার নম্বরে নায়ারকেই খেলানো উচিত।’‌ এরপরই কুম্বলে যোগ করেছেন, ‘‌ইংল্যান্ডে সফল হতে গেলে অভিজ্ঞতা দরকার। নায়ারের সেই অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছে। তাই পরিস্থিতিটা জানে। সুযোগ পেলে নায়ারকে প্রথম এগারোয় রাখা উচিত।’‌


সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরনের মতো তরুণরা উঠে আসছেন। কুম্বলের কথায়, ‘‌সাই সুদর্শন আইপিএলে দারুণ খেলছে। অভিমন্যু ঈশ্বরনও আছে। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও সুযোগ হয়ত পায়নি ঈশ্বরন। কিন্তু ওপেনে তাঁকে দেখা যেতে পারে।’‌


অনিল কুম্বলের মতে, পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হোক। বলেছেন, ‘‌অনেক তরুণই রয়েছে যারা ভাল খেলছে। তবে নায়ারের বয়স এখন ৩০। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নায়ার যা খেলেছে তাতে ওঁকে এড়িয়ে যাওয়া সহজ হবে না।’‌