আজকাল ওয়েবডেস্ক: কয়েক বছর হল পুরুষ থেকে মহিলা হয়েছেন। দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা এখন শিরোনামে। এবার অনয়া আইসিসি, বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন তাঁকে মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। একটি রিপোর্ট পেশ করে রূপান্তরিত হওয়ার প্রমাণও প্রকাশ্যে এনেছেন তিনি।
প্রসঙ্গত, রূপান্তরকামীদের মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ২০২৩ এক দিনের বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে রিপোর্ট তুলে ধরে অনয়া দেখিয়েছেন, কেন রূপান্তরিত হলেও তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অনয়া। সেখানে বলেছেন, ‘রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট প্রথম বার সকলের সামনে প্রকাশ করছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর পরিকল্পিত ভাবে শারীরিক পরিবর্তন হয়েছে আমার। এই রিপোর্টে আমার রূপান্তরের বাস্তব প্রভাব দেখানো হয়েছে। কারও মতামত বা অনুমান নয়, স্রেফ তথ্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছতা এবং আশা নিয়ে এই রিপোর্ট বিসিসিআই এবং আইসিসি–র কাছে পাঠাব। তথ্যের ভিত্তিতে ওদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। নিজের জন্য জায়গা করে নিতে চাই।’ অনয়া আরও বলেছেন, ‘বিজ্ঞান বলছে যে আমি মহিলাদের ক্রিকেট খেলার যোগ্য। প্রশ্ন হল, সত্যটা শোনার জন্য গোটা বিশ্ব তৈরি তো?’
