আজকাল ওয়েবডেস্ক:‌ জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না ভারতীয় হকি দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার অমিত রুইদাস। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেন ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন। ভারতীয় হকি দল কমিটির কাছে আবেদনও করেছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় সোমবার। হকি ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌অমিত রুইদাসকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। তিনি নিয়ম ভেঙেছিলেন বলে এই শাস্তি।’‌ 



এর ফলে ভারতের হাতে সেমিফাইনালের জন্য রইল ১৫ জন প্লেয়ার। তার মধ্যেই সেরাদের বেছে নিতে হবে জার্মানি ম্যাচের জন্য।
গ্রেট ব্রিটেন ম্যাচে অমিত লাল কার্ড দেখায় ভারতকে এক জন কম প্লেয়ার নিয়ে খেলতে হয়েছিল। প্রায় ৪০ মিনিট। অমিতের স্টিক লেগেছিল ব্রিটেনের এক প্লেয়ারের মুখে। যদিও তা ইচ্ছাকৃত ছিল না। তাই হকি ইন্ডিয়ার তরফে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। যদিও ম্যাচে তারপরেও শেষ হাসি হাসে ইন্ডিয়া। গোলকিপার শ্রীজেশের হাত ধরে টাইব্রেকারে আসে জয়। এখন দেখার জার্মানি ম্যাচে ভারত কী রণনীতি নেয়?‌ এই ম্যাচটা জিতলেই হকিতে পদক নিশ্চিত। আর হেরে গেলে করতে হবে ব্রোঞ্জের লড়াই। গতবার টোকিওতে ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় দল।