আজকাল ওয়েবডেস্ক: মুম্বইকে আর নেতৃত্ব দিতে চান না। জানিয়ে দিয়েছেন অজিঙ্ক রাহানে। এবার নতুন কেউ আসুক নেতৃত্ব দিতে। জানাচ্ছেন রাহানে।
তবে নেতৃত্ব ছাড়লেও মুম্বইয়ের হয়ে খেলা চালিয়ে যাবেন রাহানে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মুম্বইয়ের নেতৃত্ব দেওয়া ও অধিনায়ক হিসেবে ট্রফি জেতা গর্বের ব্যাপার। এবার নতুন মরসুম শুরু হবে। এখনই সময় নতুন কাউকে নেতা হিসেবে বেছে নেওয়ার। কারণ আমি আর নেতৃত্বে থাকছি না।’
৩৭ বছরের রাহানে ২০১ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪ হাজারের বেশি রান করেছেন। এবার তিনি ব্যাটার হিসেবেই শুধু খেলতে চান। ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে রঞ্জি ট্রফি। প্রথম ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।
রাহানের নেতৃত্বে ২০২৩–২৪ মরসুমে বিদর্ভকে হারিয়ে রঞ্জি জিতেছিল মুম্বই। ২০২৪–২৫ মরসুমে রাহানের নেতৃত্বে মুম্বই ইরানি ট্রফিও জিতেছিল।
আরও পড়ুন: স্ত্রী’র জন্যই এশিয়া কাপের দলে সুযোগ, শুনেই তেড়ে গিয়ে রিঙ্কু যা বলে বসলেন...
শুধু লাল বলের ক্রিকেট নয়। সাদা বলের ক্রিকেটেও অধিনায়ক হিসেবে মুম্বইকে সাফল্য এনে দিয়েছেন রাহানে। ২০২২–২৩ মরসুমে রাহানের নেতৃত্বে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফি জিতেছিল মুম্বই।
এদিকে, আসন্ন দলীপ ট্রফির জন্য ওয়েস্ট জোনের দলে রাহানে সুযোগ পাননি। জায়গা হয়নি চেতেশ্বর পুজারারও। দলকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। শেষ রঞ্জিতে রাহানে করেছিলেন ৪৬৭ রান। গড় ছিল ৩৫.৯।
এদিকে, মঙ্গলবার আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। সেই দল থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। যা নিয়ে সরব ক্রিকেটমহল। আইপিএলে অনবদ্য পারফরম্যান্স শ্রেয়সের। তাঁর নেতৃত্বে ১০ বছর পর ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকার বলেন, ‘শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।’
আইপিএলের পারফরম্যান্স দেখিয়ে অনেকে জাতীয় দলের দরজা খুলে ফেলেছেন। কিন্তু শ্রেয়সের ক্ষেত্রে তেমনটা হয়নি। এখানেই অবাক সবাই। পাঞ্জাবের নেতৃত্বে ছিলেন শ্রেয়স। দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন তিনি। আবার তাঁর ব্যাটও কথা বলেছে। তবুও বাদ শ্রেয়স। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি। রিজার্ভের তালিকাতেও তিনি নেই।
গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি অভিষেক নায়ার বলেন, ‘এশিয়া কাপের ২০ জনের দলে কেন শ্রেয়স আইয়ারকে রাখা হল না আমি বুঝতে পারছি না। আমি চূড়ান্ত ১৫ জনের কথা বলছিই না। আমি ২০ জনের দলের কথা বলছি। যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, টি–২০ তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স।’ প্রসঙ্গত, এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম খেলা ১০ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
