আজকাল ওয়েবডেস্ক:‌ মদ্যপ লিভ ই‌ন পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে লিভ ইন পার্টনারকে ভয়ও দেখাতে তরুণী। কিন্তু ভয় দেখাতে গিয়ে প্রাণটাই চলে গেল তরুণীর। ঘটনাটি স‌োমবার রাতে আগ্রার রাজা কি মান্ডি রেলস্টেশনে ঘটে। মৃত তরুণীর নাম রানি (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে রানির প্রাক্তন স্বামী ধর্মেন্দ্র অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান। তিন সন্তান রয়েছে রানির। বড় পুত্র আলাদা থাকলেও বাকি দুই সন্তান রানির সঙ্গেই থাকেন। গত এক বছর ধরে কিশোর নামে এক যুবকের সঙ্গে লিভ ইন করতেন রানি। পেশায় চাউমিন বিক্রেতা কিশোর। আগ্রার লোহামান্ডি এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, সোমবার রাত ১০টা নাগাদ কাজ সেরে মদ খেয়ে বাড়ি ফিরেছিলেন কিশোর। তা দেখে রেগে যান রানি। দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে কিশোরকে ভয় দেখাতে শুরু করেন রানি। তাঁকে রাজা কি মান্ডি স্টেশনেও নিয়ে যান রানি। কিশোর পুলিশকে জানিয়েছেন, স্টেশনে পৌঁছনোর পর একটি প্ল্যাটফর্মে বসে রানির সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ রানি ঝগড়া করতে শুরু করেন। রাগের মাথায় প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেন তিনি। ঠিক সেই সময়ে প্ল্যাটফর্মে একটি ট্রেন ঢুকছিল। এদিকে, ট্রেন ছুটে আসছে দেখে তড়িঘড়ি লাইন থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন রানি। কিন্তু পারেননি। ধাক্কা লাগার পর ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে পড়েন রানি। ঘটনাস্থলে রেলকর্মীরা পৌঁছন। রানিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান রানি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।