আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলে এসেছে একেবারে অন্তিম লগ্নে। প্লে অফের লড়াই চলছে। এরই মধ্যে ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা যৌথভাবে হামলা চালিয়েছে পাক ও পাক অধিকৃত কাশ্মীরে। বুধবার সকাল থেকেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
আইপিএল ফাইনাল ২৫ মে। ভারতের প্রত্যাঘাতের পর আইপিএলে কোনও প্রভাব পড়বে কি? সাময়িক বন্ধ হতে পারে ক্রোড়পতি লিগ? অন্যত্র সরে যেতে পারে টুর্নামেন্ট? সূত্রের খবর, বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি জানিয়েছে, আইপিএলের উপর কোনও প্রভাব পড়বে না। খেলা যেমন চলছে, তেমনই চলবে। ফাইনাল হবে ২৫ মে।
বোর্ড সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’ এর কোনও প্রভাব পড়ছে না আইপিএলে। সূচি অনুযায়ী ম্যাচ হবে।
প্রসঙ্গত, এই প্রশ্ন একারণেই উঠছে কারণ এর আগে একাধিকবার আইপিএল অন্যত্র স্থানান্তরিত হয়েছে। যেমন ২০০৯ সালে লোকসভা ভোটের জন্য দক্ষিণ আফ্রিকায় হয়েছিল টুর্নামেন্ট। এরপর ২০১৪ সালে লোকসভা ভোটের জন্য আইপিলের একটা বড় পর্ব অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২০ সালে কোভিডের জন্য টুর্নামেন্ট সেপ্টেম্বরে আয়োজিত করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালেও একই অবস্থা। কয়েকটি ম্যাচের পর কোভিডের জন্য টুর্নামেন্ট চলে যায় সংযুক্ত আরব আমিরশাহিতে। আবার ২০২২ সালে ভারতে হলেও মাত্র চারটি জায়গায় হয়েছিল টুর্নামেন্ট। আর ২০২৩ থেকে গোটা ভারত জুড়েই এই টুর্নামেন্ট হয়ে চলেছে।
