আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেডে শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে পিঙ্ক বল টেস্ট। যেহেতু দিন রাতের খেলা তাই ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। আর টস হবে খেলা শুরুর ঠিক ৩০ মিনিট আগে অর্থাৎ ৯ টায়।


ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ভারতের এই ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে হটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় দিন–রাতের টেস্ট ম্যাচটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। 


পারথে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। সেই টেস্টে ব্যক্তিগত কারণে রোহিত ছিলেন না। চোটের জন্য খেলতে পারেননি শুভমান গিল। এডিলেড টেস্টে রোহিত ফিরবেন। ফলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা। পারথে ওপেন করেছিলেন রাহুল। তবে প্রস্তুতি ম্যাচে রাহুল ওপেন ও রোহিত মিডল অর্ডারে নামায় জল্পনা রোহিত হয়ত ওপেন নাও করতে পারেন। সেক্ষেত্রে রাহুলও আসতে পারেন যশস্বীর সঙ্গে। আবার রোহিতও আসতে পারেন। আর গিল ফিরলে বসতে হবে দেবদত্ত পাডিক্কালকে। আর রোহিত প্রথম একাদশে আসার অর্থ অটোমেটিক বসতে হবে ধ্রুব জুড়েলকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার ম্যাচের দিন সকালে।