আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান ম্যাচেই ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। দুর্দান্ত শতরানে একাই হারিয়ে দিয়েছেন রিজওয়ানদের। একদিনের ক্রিকেটে দেখতে দেখতে ৫১ শতরান হয়ে গেল কোহলির। 


গত রবিবার ভারত ইনিংস যত এগিয়েছে তত সমর্থকদের মধ্যে টেনশন বেড়েছে। কারণ কোহলি শতরানের দিকে এগোচ্ছেন, আর ভারতের জয়ের জন্য প্র‌য়োজনীয় রানও তত কমছে। একসময় তো রীতিমতো টেনশন যে কোহলির শতরানের আগেই হয়ত ভারত জিতে যাবে। 


ভারতীয় ইনিংসের ৪২ তম ওভারে যখন জয়ের জন্য ১৭ রান দরকার। বল করতে আসেন শাহিন আফ্রিদি। তখনও কোহলি শতরান থেকে ১৩ রান দূরে। ওই ওভারে আফ্রিদি ১৩ রান দেন। তার মধ্যে তিনটি ওয়াইড। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, কোহলি যাতে শতরান থেকে বঞ্ছিত হন, সেকারণেই ইচ্ছাকৃত তিনটি ওয়াইড করেছিলেন শাহিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সরাসরিই বলে দিয়েছেন, ‘‌বিপক্ষের ক্রিকেটারকে আউট করে কোনও বোলারের (‌পড়ুন আবরার আহমেদ)‌ এরকম মানসিকতা মানা যায় না। আবার কোহলিকে শতরান থেকে বঞ্ছিত করার জন্য ইচ্ছাকৃত (‌পড়ুন শাহিন আফ্রিদির)‌ ওয়াইড বলা করাও মানা যায় না। ভাল বল করে আউট করার চেষ্টা না করে এরকম আচরণকে নিচু মানসিকতাই বলে। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানদের খেলা। মাঠে সেটা বজায় রাখা উচিত।’‌


এদিকে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গেছে। আর পাকিস্তান নিয়েছে বিদায়। বৃহস্পতিবার বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ নিয়মরক্ষার।