আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ায় নির্বাচনী সভা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল তৃণমূল নেত্রীর দুই শিশু সন্তানের। ঘটনাটি ঘটেছে সিমলাপালে। জানা গেছে, বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নির্বাচনী সভায় দুই শিশু সন্তান ঋষি লোহার (৫) ও মেয়ে তিথি লোহার (৩)–কে নিয়ে গিয়েছিলেন সিমলাপালের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রিয়া লোহার। জানা গেছে সভা শেষে তিনি সন্তানদের নিয়ে বাসে করে সিমলাপাল মোড়ে নামেন। সেখান থেকে স্বামী কৃষ্ণ লোহারের মোটোরসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সিমলাপাল থেকে ভূতশহরের দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন চার জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই শিশু সন্তানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী–স্ত্রী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক। এদিকে, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক।
