আজকাল ওয়েবডেস্ক: পুলিশের কাছে একটি ফোন। ওপ্রান্ত থেকে একটি শিশুর গলা। সে বলে উঠল, 'আমার বাড়িতে একটি বাজে লোক রয়েছেন। তিনি সব টাকা চুরি করে নিচ্ছেন।' নিজের বাবার বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ করেছে সে। কিন্তু কেন তার এই অভিযোগ।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম দিকে ঘটনাটি ঘটেছে গানসু প্রদেশের লানঝৌ-তে। স্থানীয় পুলিশে ফোন করে একটি শিশু জানায়, তার বাড়িতে একজন বাজে লোক রয়েছেন। সে সব টাকা চুরি করে নিচ্ছেন। যদিও প্রতিবেদনটিতে শিশুটির সঠিক বয়স প্রকাশ করা হয়নি। চীনের প্রাপ্তবয়স্করা নববর্ষ উদযাপনের সময় সৌভাগ্যের প্রতীক হিসেবে শিশুদের লাল খামে নগদ অর্থ দিয়ে উপহার দিয়ে থাকেন। তবে, বেশিরভাগ পরিবারেই বাবা-মা প্রায়শই সেই টাকা রেখে দেন। ওই শিশুটি সেই কারণেই উদ্বেগ প্রকাশ করেছে। তার উপহারের টাকা বাবা কেন নিয়ে নিয়েছে সেই কারণে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে শিশুটি। 

এই প্রথম নয়। এর আগে জানুয়ারি মাসে ইয়ঙ্গিং কাউন্টির এক ১০ বছরের কিশোর পুলিশে ফোন করে বাবার নামে অভিযোগ জানিয়েছিল। কারণ, হোমওয়ার্ক না করা বাবা বকা দিয়েছিল। পুলিশের কাছে সে জানিয়েছিল, তার বাবা অবৈধভাবে পোস্ত লুকিয়ে রেখেছে বাড়ির মধ্যে। চীনে পোস্ত ব্যবহার নিষিদ্ধ। এমনকি কোনও খাবারেও ব্যবহার করা যায় না।