‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েলের ৭৯টি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। দাবি করল হামাস। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় তারা ইজরায়েল সেনাবাহিনীর ৭৯টি ট্যাঙ্কার ধ্বংস করেছে।
কাসেম ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, যোদ্ধারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি সুড়ঙ্গে বুবি ফাঁদ পেতেছিল। ইজরায়েল সেনা সেদিকে অগ্রসর হতেই বিস্ফোরণ হয়। তাতে একাধিক ইজরায়েল সেনা মারা গেছে। আহতও একাধিক। হামাস দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার একটি বাড়ির ভেতরে থাকা ইজরায়েল সেনাদের উপর তারা হামলা চালিয়েছে।