আজকাল ওয়েবডেস্ক: ছোট বোনের ১৮ বছর হওয়ার অপেক্ষায় চলছিল দিন গোনা। যৌবনে পা রাখতেই বিয়ের পিড়িতে বসে পড়লেন ছয় ভাই। পাত্রীরাও ছয় বোন। মাত্র ১০০ জন আমন্ত্রিতের উপস্থিতিতে সম্পন্ন হল এই ছিমছাম বিয়ে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
গত এক বছর ধরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন ছয় ভাই। অপেক্ষা করছিলেন পাত্রীদের ছোট বোন ১৮ বছর বয়স হওয়ার। ১৮-তে পা রাখতে আর দেরি করেননি কেউ ছয় ভাই একসঙ্গে বসে পড়েন বিয়ের পিড়িতে। একই দিনে সম্পন্ন হল বিয়ে। পাত্রদের মধ্যে যিনি সবচেয়ে বড়, তিনি বলেন, ''আমাদের উদ্দেশ্য ছিল একটি উদাহরণ তৈরি করা। ইসলাম ধর্ম বিয়ের পবিত্রতা এবং সরলতা রক্ষায় উৎসাহিত করে। অনেকেই জমিবাড়ি বিক্রি করে করেন এমনকি টাকা ধার করেও বিয়ের আয়োজন করেন।'' তিনি আরও বলেন, ''আমরা দেখাতে চাইছিলাম পরিবারের উপর কোনও আর্থিক বোঝা তৈরি না করেও বিয়ে সম্পন্ন করা যায়।''
পাঞ্জাব প্রদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাত্রীর সম্পর্কে পাত্রদের খুড়তুতো বোন। একসঙ্গ বিয়ে হওয়া খুশি ছয় বোনও। মেয়ের বাড়ি থেকে কোনও পণ নেননি পাত্ররা। পণপ্রথার বিরুদ্ধেও বার্তা দিতে চেয়েছেন তাঁরা। বিয়ে যে ভালবাসা ও সৌহার্দ্যের অটুট বন্ধন তা সমাজকে দেখাতে চেয়েছেন ছয় ভাই। ছিমছাম বিয়েতে খরত হয়েছে মাত্র এক লক্ষ পাকিস্তানি টাকা। ভারতীয় মুদ্রায় খরচ হয়েছে মাত্র ৩০ লক্ষ টাকা।
