আজকাল ওয়েবডেস্ক: বনগাঁ শাখায় সপ্তাহান্তে বাতিল থাকবে একাধিক ট্রেন। রেল সূত্রে জানা গেছে, বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজ হবে। আর তাই সপ্তাহান্তে শিয়ালদহ–বনগাঁ শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।
রেল সূত্রে খবর, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজে কাজ হবে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত কাজ চলবে। সেই কারণে বাতিল করা হয়েছে ৩৮ টি লোকাল ট্রেন। এর ফলে শনিবার রাতে আপ ও ডাউনে দু’জোড়া করে শিয়ালদহ–বনগাঁ লোকাল বাতিল থাকবে। আর শিয়ালদহ–হাসনাবাদ লাইনে একটি করে আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। আর রবিবার বাতিল থাকবে বনগাঁ–শিয়ালদহ লাইনে চার জোড়া করে আপ ও ডাউন লোকাল। হাসনাবাদ–শিয়ালদহ লাইনে দু’জোড়া করে আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে আপ ও ডাউনে দু’জোড়া শিয়ালদহ–দত্তপুকুর লোকাল। এছাড়া বাতিল থাকবে ডাউন বনগাঁ–মাঝেরহাট লোকাল। বাতিল থাকবে লক্ষ্ণীকান্তপুর–নামখানা লাইনে একটি করে আপ ও ডাউন লোকাল। এছাড়া একটি করে আপ ও ডাউন মাঝেরহাট–লক্ষ্ণীকান্তপুর লোকাল। আপ ও ডাউনে একটি করে হাবড়া–শিয়ালদহ লোকাল, বিবাদি বাগ–কৃষ্ণনগর সিটি লোকাল, আপ ও ডাউনে মাঝেরহাট–মধ্যমগ্রাম লোকাল, মাঝেরহাট–বারাসত লোকাল, একটি বারাসত–বনগাঁ লোকাল, পাঁচটি বারাসত–শিয়ালদহ লোকাল, বারাসত–দত্তপুকুর লোকাল ও দত্তপুকুর–শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। ঘুরপথে চলবে একাধিক ট্রেন।
