আজকাল ওয়েবডেস্ক:‌ কুনোয় এবার সুখবর। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল তিনটি চিতা শাবক। খবরটি দিয়েছেন পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এক্স হ্যান্ডেলে তিনি ওই তিন চিতা শাবকের ছবিও শেয়ার করেন। এর আগে নতুন বছরের শুরুতেই আরও তিন চিতা শাবক জন্ম নিয়েছিল। এই নিয়ে কুনোয় খুদে চিতা শাবকের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‌কুনোয় নতুন শাবক এল! নামিবিয়ান চিতা জ্বালা তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই আশা নামক আরেকটি নামিবিয়ান চিতাও সন্তানের জন্ম দিয়েছিল। সকল বন্যপ্রাণ প্রেমী ও যোদ্ধাদের অভিনন্দন।’‌ 
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি নামিবিয়া থেকে আনা চিতা আশা জন্ম দিয়েছিল তিনটি চিতা শাবকের। তারপরে কুনোয় চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৮। এদিন আরও তিন শাবক জন্ম নেওয়ায় কুনোর জঙ্গলে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। 
২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে আনা হয়েছিল আটটি চিতা। প্রথম দফাতেই ভারতে এসেছিল স্ত্রী চিতা ‘জ্বালা’। ২০২৩ সালের মার্চ মাসে কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছিল ‘জ্বালা’। তার মধ্যে তিনটি শাবকের মৃত্যু হয়েছিল। প্রায় এক বছরের ব্যবধানে আরও তিনটি শাবকের জন্ম দিল সে।