মিল্টন সেন, হুগলি: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস একুশে জুলাই। এবছর সেই সভায় যোগ দিতে হুগলি জেলা থেকে ব্যাপক সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক কলকাতায় যাবেন। সোমবার তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বৈদ্যবাটি পুরসভায়। সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুই, হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন, বিধায়ক অসিত মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র এবং জেলা পরিষদের সদস্যরা। এবারের একুশে জুলাই শহিদ দিবসে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অন্য মাত্রা যোগ করবে। কারণ সদ্য লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। হুগলি লোকসভা যেমন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে, তেমনই আরামবাগের মত কঠিন আসনও জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর থেকে চতুর্থবার সাংসদ হয়েছেন কল্যাণ ব্যানার্জি। যার ফলে একুশে জুলাই সমাবেশ নিয়ে এখন থেকেই উৎসাহী তৃণমূল কর্মীরা। ইতিমধ্যেই ময়দানে নেমে চলছে প্রচার। হুগলি জেলার প্রতিটি গ্রাম–গঞ্জ থেকে ব্লক টাউন জুড়ে সর্বত্রই ২১ জুলাই সফল করার ডাক। জোর কদমে চলছে দেওয়াল লিখন। পাশাপাশি ছোট ছোট কর্মীসভা সহ মিটিং মিছিল। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আশা এ বছর কলকাতায় হুগলি থেকে লক্ষাধিক মানুষ যোগ দেবে।
ছবি: পার্থ রাহা
ছবি: পার্থ রাহা
