আজকাল ওয়েবডেস্ক: বিহারে জঙ্গলরাজ। সেখানকার নওয়াদা জেলায় একটি দলিত বস্তিতে আগুন ধরিয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২১টি বাড়ি। জমি নিয়ে দুর্নীতির জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ দশ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনায় শাসক এনডিএ–কে আক্রমণ করে কংগ্রেস ও আরজেডি বলেছে, ‘এনডিএ জমানায় বিহারে জঙ্গলরাজ চলছে।’
যদিও স্থানীয়দের দাবি, অন্তত ৮০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার রাতে। কিন্তু পুলিশ সেই দাবি খারিজ করে জানিয়েছে, ২১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁদের বস্তিতে ঢুকে বেশ কিছু দলিত পরিবারকে মারধর করে। এরপর বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ। যদিও পুলিশ শূন্যে গুলি চালানোর দাবি অস্বীকার করেছে। জানিয়েছে, ঘটনাস্থলে গুলির কোনও খোল খুঁজে পাওয়া যায়নি। ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। এডিজি পদমর্যাদার আধিকারিকদের একটি দলও তিনি পাঠিয়েছেন ঘটনাস্থলে। ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে কড়া শাস্তির কথা জানিয়েছে রাজ্য সরকার। সঙ্গে গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
