আজকাল ওয়েব ডেস্ক: চন্দন, দই, কাজল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা তো দিলেন। উৎসুক চোখ যে খুঁজছে পছন্দের উপহার। গতবারের আবদার এবার পূরণ হবে তো!ভেবেই চলেছে ভাই-বোনের মন। বছরের পর বছর একঘেয়ে উপহার দিলে তো চলবে না! তাই বাছাই পর্ব মস্ত বড় কাজ। উপহার মনের মতো না হলে চড়বে খুনসুটির পারদ। তাহলে এবারের ভাইফোঁটার উপহারে থাকুক নতুনত্বের ছোঁয়া। কী কী তালিকায় রাখবেন? দেখে নেওয়া যাক- 

কফি এবং চা: শীত আসছে, তাই ভাই বা দাদাকে ভাল কফি গিফট করতে পারেন। বাজেট একটু বেশি থাকলে কফি মেকার, ব্লেন্ডার, কেটল দিয়ে সেটও বানিয়ে দিতে পারেন। চা পছন্দ করলে ভাল দার্জিলিং চাও পছন্দের মতো উপহার।

সুগন্ধি মোমবাতি: আজকাল অনেকেই হ্যান্ড মেড সুগন্ধি মোমবাতি বিক্রি করেন। ভাইফোঁটার দিন উপহার হিসেবে সেই সব মোমবাতির সঙ্গে মোমবাতিদানিও দিতে পারেন।

ইনডোর-আউটডোর প্ল্যান্ট: প্রিয়জনের বাগানের শখ থাকলে ভাইফোঁটায় ইন্ডোর বা আউটডোর প্ল্যান্ট উপহারে মন্দ নয়। শীতকালে ফুলের প্রচুর চারা পেয়ে যাবেন যে কোনও নার্সারিতে। সঙ্গে দিন রকমারি টব।

গিফট হ্যাম্পার: ড্রাইফ্রুটসের গিফট হ্যাম্পার দিতে পারেন উপহার হিসেবে। যে কোনও ফুডমার্টে পেয়ে যাবেন বড় গিফট হ্যাম্পার।

কসমেটিক্স প্রোডাক্ট: দিদি-বোন সাজতে পছন্দ করলে কসমেটিক্স প্রোডাক্ট বেশ ভাল উপহার। বাজেট অনুয়ায়ী কিনুন প্রসাধনী।

ইলেক্ট্রনিক্স গ্যাজেট : গিফট হিসেবে প্রয়োজনীয় জিনিস দিলে তো ভালই। ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ দেওয়া যেতে পারে।

হাতে বানানো চকোলেট : আজকাল বাড়িতে বানানো চকোলেটের কদর বেশি। কাস্টমাইজড ডিজাইনের সকলেরই বেশ পছন্দের।

সেভিং কিট: দাদা-ভাইয়ের জন্য সেভিং কিট রাখতে পারেন তালিকায়, সঙ্গে থাকুক পারফিউমও। স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য উপহারে রাখুন ভাল ফিটনেস ব্যান্ড, জিমের বোতল, পছন্দের ব্র্যান্ডের প্রোটিন পাউটারও।

স্টেকেশনের সন্ধান: ভাই-বোন কাজের চাপে বিরক্ত! তাঁর এক নিমেষে মন ভাল করতে স্টেকেশনের সন্ধান দেওয়া যেতে পারে। সেই স্টেকেশনের বুকিং ইত্যাদি গিফট হিসেবে দিতে পারেন।