শৈশব থেকে বার্ধক্য— জীবনের দুই প্রান্তকে একই সেতুতে বাঁধল এক অনন্য উদ্যোগ। শনিবার জোকা জাগৃতি ধামে অনুষ্ঠিত হল মেটা ডানা ফাউন্ডেশনের বিশেষ অনুষ্ঠান 'অ্যাক্রস লাইফ স্টেজস- এ জার্নি অ্যাক্রস জেনারেশনস'। বিশ্ব ডায়াবিটিস দিবস ও শিশু দিবস— দু'টি অনুষ্ঠান একত্রে উদ্যাপিত হল এদিন।
এই বছরের বিশ্ব ডায়াবিটিস দিবসের থিম ডায়াবিটিস অ্যাক্রস লাইফ স্টেজস'কে সামনে রেখে এমডিএফের মেটাকেয়ার টিমের ভাবনা— জীবনের প্রতিটি পর্যায়ে সহানুভূতি, সচেতনতা ও ভালবাসার ধারাকে ছড়িয়ে দেওয়া। সেই ভাবনাতেই টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত শিশুদের নিয়ে আয়োজিত হল এক বিশেষ ভ্রমণ অনুষ্ঠান, যেখানে তারা দেখা করল একদল প্রবীণ নাগরিকের সঙ্গে, বা বলা ভাল জীবনের 'দ্বিতীয় শৈশব'-এর সহযাত্রীদের সঙ্গে।
অনুষ্ঠানের সূচনা হয় আনন্দ ভরা এক বাসযাত্রার মধ্য দিয়ে। শিশু ও স্বেচ্ছাসেবকদের নিয়ে শিক্ষণীয় ও বিনোদনমূলক ভ্রমণের পথে হাসি-আড্ডা, খেলা, গান, গল্পের সুরে গড়ে ওঠে আন্তঃপ্রজন্মের বন্ধন। পথেই পরিবেশিত হয় ফলমূল ও হালকা খাবার।

প্রতিটি শিশু সঙ্গে করে নিয়ে আসে এক একটি সবজি বা ফুলের চারাগাছ— নতুন জীবনের প্রতীক হিসেবে। সেই চারাগাছগুলি তারা উপহার দেয় বৃদ্ধাশ্রমের প্রবীণ বাসিন্দাদের। চারাগাছের যত্ন নেওয়া ও নিয়মিত দেখা করতে আসা— এই প্রতিশ্রুতিই হয়ে ওঠে সম্পর্কের বন্ধন ও আশার চারা।
দুপুরে প্রবীণ ও শিশুরা মিলে রান্না করেন। শুধু তাই নয়, পরিবেশন ও খাওয়া-দাওয়ায় অংশ নেয়। সহজ এই কাজগুলির মধ্যেই ফুটে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সংযোগের গভীরতা। একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাঁরা আবিষ্কার করেন জীবনের নতুন অর্থ— 'শৈশব কখনও ফুরিয়ে যায় না, কেবল রূপ বদলায়।'
মেটাকেয়ার টিমের সদস্যদের মতে, 'এই অনুষ্ঠান কোনও একদিনের উদ্যাপন নয়, বরং এক চলমান যাত্রা— যেখানে ধারাবাহিক যত্ন, সহানুভূতি ও সচেতনতার মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই ডায়াবিটিস সচেতন সমাজ।'

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত এমন কিছু উচ্চপদস্থ পেশাজীবী, যাঁরা জীবনের নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। তাঁদের জীবনের গল্প অনুপ্রাণিত করে ছোটদের— স্বপ্ন দেখতে, সীমারেখা ছাড়িয়ে যেতে।
দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আসর— রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত এবং তরুণী শিল্পী শর্মী রায়নন্দী ধর- এর যুগল পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকলকে।

এমডিএফের এই উদ্যোগের মূল বার্তা, “জীবনের প্রতিটি পর্যায়ই উদ্যাপনযোগ্য— যদি আমরা সহানুভূতি, ভালবাসা ও সচেতনতার আলোয় তাকে দেখি। জীবনের প্রতিটি ধাপেই শৈশবের মায়া লুকিয়ে থাকে”।
