আজকাল ওয়েবডেস্ক: এমন বিরল রোগও যে হয়, সে কথা হয়তো জানেনই না অধিকাংশ মানুষ। কিন্তু সেই রোগকেই অভিশাপ হিসাবে না দেখে আশীর্বাদ হিসাবে ব্যবহার করছেন এক তরুণী। বিরল রোগটির নাম ‘ইউটেরাস ডাইডেলফিস’। এই রোগে রোগীর শরীরের ভিতরেই তৈরি হয় দু’দুটি জরায়ু। ব্রিটেনের ওই রোগীর নাম অ্যানি শার্লট।

২৬ বছর বয়সি অ্যানি রীতিমতো তারকা হয়ে গিয়েছেন নিজের শারীরিক অবস্থার কারণে। জন্ম থেকেই জরায়ু, জরায়ুমুখ, যোনিপথ সবই দু’টি করে তাঁর! বিরল এই শারীরিক গঠনকে শিকার হওয়ার কথা নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন তরুণী। ১৬ বছর বয়সে আইইউডি লাগাতে গিয়ে অ্যানি জানতে পারেন বিষয়টি। সে সময় চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। যদিও তাতে রাজি হননি তিনি।

সেদিনের এই সিদ্ধান্তই তাঁর কাছে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে বলে জানিয়েছেন তরুণী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ভাগ্যিস আমি অস্ত্রোপচার করাইনি। এই বিরল শারীরিক অবস্থা না থাকলে আমি কী করতাম নিজেই জানি না।” প্রসঙ্গত, অ্যানি এখন একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করেন।

তাঁর দাবি, শুধু জরায়ু নয়, তাঁর দেহে যৌনাঙ্গের সংখ্যাও দুইটি। দুই যৌনাঙ্গে দু’বার ঋতুস্রাব হয়। অ্যানির দাবি, বিষয়টি জটিল হলেও একই সঙ্গে দু’জন আলাদা পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন তিনি। তাঁর জোড়া যোনি নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের মনে। তাই বিষয়টি নিয়ে সচেতনতামূলক ভিডিও করেন তিনি। তা থেকেই এখন মাসে প্রায় ৬ লক্ষ টাকা আয় তাঁর।