আজকাল ওয়েবডেস্ক: এ যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা গল্প। বন্দির প্রেমে পড়ে অন্ধ হয়ে অন্তঃসত্ত্বা হতে চেয়েছিলেন মহিলা জেলরক্ষী। একাধিক বার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বন্দির সঙ্গে। শেষ পর্যন্ত নিজেই শরীরে লুকিয়ে বিশেষ সিরিঞ্জ নিয়ে হাজির হয়েছিলেন জেলে, যাতে বন্দির শুক্রাণু শরীরে প্রবেশ করিয়ে সন্তানধারণ করতে পারেন। কিন্তু নিরাপত্তার জালে ধরা পড়ে ফাঁস হয়ে গেল সব পরিকল্পনা। 

ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ডেভন কাউন্টির এইচএমপি কানিংসউড কারাগারে। বিস্ফোরক ঘটনা সামনে আসতেই গ্রেপ্তার হন সেই রক্ষী। শেষ পর্যন্ত এই ব্যতিক্রমী ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ২৯ বছর বয়সি প্রাক্তন মহিলা রক্ষী চেরি-অ্যান অস্টিন-স্যাডিংটন। সরকারি ক্ষমতার অনৈতিক ব্যবহারের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। 

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। সেই বছর  ইংল্যান্ডের ভার্ন জেলে কাজ শুরু করেছিলেন চেরি-অ্যান। সেখানেই তাঁর আলাপ হয় বন্দি ব্র্যাডলি ট্রেংগ্রোভের সঙ্গে। ট্রেংগ্রোভ সে সময় ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক ধর্ষণের আসামি। ধীরে ধীরে শুরু হয় সম্পর্ক। কর্মশালার ভিতরে প্রায় ৪০ বার তাঁরা একান্তে সময় কাটান, এমনকি শারীরিক সম্পর্কও স্থাপন করেন বলে তদন্তে উঠে এসেছে।

এক সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন চেরি-অ্যান। কিন্তু ব্র্যাডলির আপত্তিতে গর্ভপাত করাতে হয় তাঁকে। কিন্তু থেমে থাকেননি তিনি। বন্দি ট্রেংগ্রোভকে অন্য জেলে স্থানান্তর করা হলে, গোপনে তাঁর শুক্রাণু সংগ্রহ করে শরীরে প্রবেশ করিয়ে নিজেকে আবারও গর্ভবতী করার পরিকল্পনা করেন ওই রক্ষী। আর সেই উদ্দেশ্যেই নিজের অন্তর্বাসে করে জেলে নিয়ে আসেন একটি ক্যালপল সিরিঞ্জ। কিন্তু সেই মুহূর্তেই নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন তাঁর কারসাজি।‌ আদালতে সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন চেরি-অ্যান।