আজকাল ওয়েবডেস্ক: রিপু মনস্তত্ত্বের এমন এক আদিম দিক যাকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিন্তু সেই নিয়ন্ত্রণ হারিয়ে গেলে যে কী ভয়ঙ্কর কাণ্ড হতে পারে সে কথা প্রকাশ পেল নেটমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পরিচ্ছেদে। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, কীভাবে তাঁর মা এবং স্বামীর সম্পর্কের কারণে ভেঙে গিয়েছে তার নিজের সংসার।
মহিলা জানিয়েছেন, তাঁর বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। তার আগে দুই বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি এবং তাঁর স্বামী। কলেজ থেকেই প্রেম তাঁদের। কিন্তু কিছুদিন ধরেই স্বামীর মধ্যে এক রকমের চঞ্চলতা লক্ষ্য করছিলেন তিনি। মাঝেমধ্যেই ফোনে মেসেজ আসছিল। হঠাৎ করে একদিন রাতে তিনি খেয়াল করেন স্বামী মাঝরাতে বিছানা ছেড়ে উঠে গিয়েছেন। মহিলার কথায়, তিনি ভেবেছিলেন সম্ভবত সন্তান না হওয়ার কারণেই স্বামী দূরে সরে যাচ্ছেন।
কিন্তু তাঁর ভুল ভাঙে কিছুদিন পরেই। হঠাৎ একদিন অসুস্থ বোধ করায় অফিস থেকে দ্রুত বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ঢুকতেই চক্ষু চড়কগাছ। নিজের মায়ের সঙ্গেই স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। মাথায় আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। আর ফেরেননি। তাঁর নিজের মা যে এমন করতে পারেন, এ কথা স্বপ্নেও ভাবেননি তিনি। তাই মা বারবার ফোন করার পরেও ফোন ধরছেন না। স্বামীর ফোন একবার ধরেছিলেন। তখন স্বামী দাবি করেন, সন্তানহীনতার কারণে মানসিক চাপে ভুগছিলেন তিনি। তার কারণেই নাকি এ কাজ করেছেন তিনি। এহেন অজুহাত শুনে ফোন কেটে দেন মহিলা। আর কোনও দিন বাড়ি ফিরবেন না বলেই জানিয়েছেন ওই বধূ।
