আজকাল ওয়েবডেস্ক: কিছু কিছু সত্য সামনে না আসাই বোধহয় ভাল। অন্তত এমনই মনে করেন টিকটক ব্যবহারকারী এক মহিলা। ব্রিট ফর রিয়াল নামের এক টিকটক অ্যাকাউন্ট থেকে ওই মহিলা সম্প্রতি জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। পাশাপাশি জানিয়েছেন কেন এমনটা মনে করেন তিনি।
নেটমাধ্যমে ওই মহিলা জানিয়েছেন, কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁর। এর আগে হবু স্বামীকে চিনলেও একসঙ্গে এক ছাদের তলায় থাকেননি তিনি। তাই স্বামী কীভাবে স্নান করেন তাও জানতেন না নববধূ। বিয়ের পর একদিন স্বামীর স্নানের পদ্ধতি চোখে পড়ে যায় তাঁর। আর তাতেই মূর্ছা যাওয়ার উপক্রম তাঁর। মহিলা নিজের ভিডিওতে জানিয়েছেন, তিনি দেখেন স্বামী স্নানের সময় প্রথমে কেবল মুখ জল দিয়ে পরিষ্কার করেন। এর পর শুধু বাহুমূল এবং কুঁচকি ঘষেই ক্ষান্ত হন। আর কোনও অংশ সাফ করার দরকার মনেই করেন না স্বামী। আর একথা জানতে পেরেই বেজায় রাগ করেছেন স্ত্রী।
নববধূর মতে, এই ভাবে স্নান করলে মতেই পরিষ্কার হয় না শরীর। যদিও বিষয়টি নিয়ে নিরুত্তাপ তাঁর স্বামী। উল্টে তাঁর মনে হয় দেহের গুরুত্বপূর্ণ অংশগুলো সাফ করাই যথেষ্ট। বাকি অঙ্গগুলি শাওয়ারের তলায় দাঁড়ালে জলের ধারায় এমনিই পরিষ্কার হয়ে যায়। স্বামী-স্ত্রীর এই বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমেও। ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন মহিলার আর্তনাদের সেই ভিডিও।
