শীতকালে জামা-কাপড় ধোয়া মানেই বড় সমস্যা,  সহজে শুকোতে চায় না। একদিকে রোদ কম, তারপর ঘরের ভিতরে শুকোতে গেলে কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ ধরে যায়। অনেক সময় একদিন পরেও কাপড় ভেজা থেকেই যায়। এক্ষেত্রে ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে চললেই শীতেও দ্রুত কাপড় ভালভাবে শুকিয়ে যাবে।

১. হাওয়া চলাচল আছে এমন জায়গায় কাপড় মেলুন। কাপড় শুকানোর জন্য সবচেয়ে জরুরি হল হাওয়া। জানালার ধারে, বারান্দায় বা দরজার কাছাকাছি কাপড় মেলুন। একেবারে বন্ধ ঘরে কাপড় শুকোতে দিলে ভেজা ভাব ও গন্ধ থেকেই যায়।

২. ফ্যান ব্যবহার করুনঃ রোদ না থাকলে ঘরের ফ্যানই হতে পারে বড় ভরসা। যদিও শীতকালে ফ্যান চালানো কষ্টকর। সেক্ষেত্রে এমন ঘরে ফ্যান চালাতে পারেন যেখানে কিছুক্ষণ আপনি থাকবেন না। তবে খানিকক্ষণ ঘরের বাইরে গেলেও ফ্যান চালিয়ে যেতে পারেন। হাওয়া লাগলে কাপড়ের জল বিশেষ করে হালকা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।

৩. তোয়ালে দিয়ে জল শুষে নিনঃ কাপড় মেলার আগে একটি শুকনো তোয়ালে দিয়ে কাপড়টা আলতো করে চেপে ধরুন। এতে অতিরিক্ত জল তোয়ালে শুষে নেবে। ফলে পরে কাপড় শুকোতে অনেক কম সময় লাগবে।
৪. হ্যাঙ্গারে আলাদা করে দিনঃ একসঙ্গে অনেক কাপড় দড়িতে দিলে হাওয়া ঠিকমতো চলাচল করে না। তাই চেষ্টা করুন আলাদা আলাদা হ্যাঙ্গারে কাপড় ঝোলাতে। এতে চারদিক থেকে বাতাস যাওয়ায় দ্রুত কাপড় শুকোবে।

৫. স্পিন মোড ভালভাবে ব্যবহার করুনঃ ওয়াশিং মেশিনে কাপড় ধোওয়ার পর স্পিন মোড একবার বেশি সময় চালান। এতে কাপড়ের বেশিরভাগ জল বেরিয়ে যাবে। তারপর মেললে সহজেই শুকিয়ে যাবে।

৬. হালকা ভেজা কাপড়ে ইস্ত্রি করুনঃ কাপড় যদি অল্প ভেজা থাকে, তাহলে হালকা গরম ইস্ত্রি চালাতে পারেন। এতে বাকি আর্দ্রতা চলে যায় এবং কাপড়ে কোনও গন্ধও থাকে না। তবে খুব ভেজা কাপড়ে ইস্ত্রি করবেন না।

৭. হিটার বা গরম জায়গার পাশে রাখুনঃ শীতে ঘরে হিটার বা গরম বাতাস থাকলে তার কাছাকাছি কাপড় রাখতে পারেন। তবে খুব কাছে রাখবেন না, এতে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

৮. জরুরি হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুনঃ মোজা, রুমাল বা ছোট কাপড় দ্রুত শুকাতে হেয়ার ড্রায়ার কাজে লাগতে পারে। মাঝারি দূরত্ব থেকে গরম বাতাস দিন।
এই ছোট ছোট টিপস মানলেই শীতকালে আর ভেজা কাপড় নিয়ে চিন্তা করতে হবে না। কাপড় শুকোবে দ্রুত, থাকবে পরিষ্কারও।