আজকাল ওয়েবডেস্ক: আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কথায় কথায় মিথ্যে বলায় বেশ পটু। চোখের সামনে অবলীলায় মিথ্যে বললেও সহজে ধরতে পারা যায় না। এমনকী ধরা পড়লে সত্যি না বলার পিছনে নানা অজুহাতও দেন। কোনও সত্যি গোপন করতেও এঁদের জুড়ি মেলা ভার। শত চেষ্টা করেও তাঁদের মুখ থেকে গোপন কথা বার করা যায় না। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রাশির মানুষের ভবিষ্যতের সঙ্গেই তাঁদের স্বভাব, ব্যবহার সম্পর্কেও ব্যাখ্যা রয়েছে। আর এই ১২টি রাশির মধ্যেই এমন কয়েকটি রাশি রয়েছে, যাঁরা বেশিরভাগ কথাই মিথ্যে বলে থাকেন। আপনিও কি আছেন সেই তালিকায়, জেনে নেওয়া যাক- 

মিথুন- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির মানুষেরা মিথ্যে কথা বলতে বেশ ওস্তাদ। এঁরা মনে একরকম ভাবেন, আর মুখে বলেন অন্য রকম। নিজের প্রয়োজনে অপছন্দের মানুষদেরও প্রশংসা করেন। এককথায় সামনের মানুষটির কাছে ভাল সাজতে মিথ্যে বলতে দ্বিধা বোধ করেন না। 

তুলা- বেশিরভাগ সময়েই তুলা রাশির অধিকারীদের মনে সংশয় থাকে। তাই মিথ্যের আশ্রয় নিয়ে থাকেন। সত্যকে এড়িয়ে যেতে নানা ছলনা করে কথা বলেন। এমনভাবে নিজের কথার জাল ছড়িয়ে রাখেন যে অন্যরা সহজে তাঁদের মিথ্যে ধরতে পারেন না। 

বৃশ্চিক- এই রাশির মানুষেরা চাপা স্বভাবের হয়। নিজের বিষয়ে সত্য প্রকাশ করতে চান না। তাই এঁরাও মিথ্যের আশ্রয় নিয়ে থাকেন। আসলে নিজের বিষয়ে অপ্রিয় সত্য প্রকাশ করতে ভয় পেয়েই কথায় কথায় মিথ্যে বলাটা সহজাত হয়ে ওঠে। 

কুম্ভ- নিজের কাজ আদায় করার জন্য যে কোনও রকম মিথ্যে বলতে দ্বিধা বোধ করেন না কুম্ভ রাশির মানুষেরা। আর একবার কার্যসিদ্ধি হয়ে গেলে নিজের অবস্থান থেকে সরেও আসেন। বলা ভাল, নিজের সুবিধার জন্য এঁরা যে কোনও মিথ্যের আশ্রয় নিতে পিছপা হন  না।