কাজের ব্যস্ততার কারণে অনেকেই নিজের যত্ন নিতে পার্লারে যান। স্থানীয় পার্লারগুলোতে নানা ধরনের ফেসিয়াল করানো হয়, যা প্রতিশ্রুতি দেয় টানটান, সুস্থ ও উজ্জ্বল ত্বকের। কিন্তু এগুলি আদৌ কার্যকর? ত্বকের উপকারের বদলে আরও ক্ষতি করে দেয় না তো? জেনে নেওয়া যাক।
তবে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শাচি জৈন, এমডি, যিনি মূলত স্কিনকেয়ার মিথ, ব্রণ ও পিগমেন্টেশন নিয়ে কাজ করেন, সতর্ক করেছেন যে সব ফেসিয়াল সমান নয়—কিছু ফেসিয়াল একেবারেই এড়িয়ে চলা উচিত। জেনে নেওয়া যাক কোনগুলো এড়ানো জরুরি।
 
 
 পার্লার ফেসিয়াল হতে পারে ঝুঁকিপূর্ণ
 
 
 ১৬ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ডা. শাচি জৈন এমন কয়েক ধরনের পার্লার ফেসিয়ালের কথা বলেন, যেগুলো ত্বকের ক্ষতি করতে পারে। বিশেষ করে চার ধরনের ফেসিয়াল—ফ্রুট ফেসিয়াল, স্যালন হাইড্রা ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এবং অ্যারোমা ফেসিয়ালের ঝুঁকি ব্যাখ্যা করে তিনি জানান, আকর্ষণীয় নাম বা সস্তা দামের প্রলোভনের চেয়ে ত্বকের স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
 
 
 পোস্টে চিকিৎসক লিখেছেন, “পার্লার ফেসিয়াল খুব ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষত যখন তারা হাইড্রা ফেসিয়াল, ডার্মাপ্ল্যানিং কিংবা কেমিক্যাল পিলের মতো মেডিক্যাল-গ্রেড ট্রিটমেন্ট করার চেষ্টা করে। ত্বকের যত্ন তখনই বেশি নিরাপদ যদি তা কোনও সার্টিফায়েড ডার্মাটোলজিস্ট বা প্রশিক্ষিত লায়সেন্সপ্রাপ্ত এস্থেটিশিয়ানের কাছে করানো হয়।”
 
 
 যে ৪ ফেসিয়াল একেবারেই এড়ানো উচিত
 
 
 ডা. শাচি মানুষকে সতর্ক করেছেন যে স্যালোঁয়ে ফেসিয়াল বেছে নেওয়া যেন রেস্টুরেন্টের মেনু থেকে খাবার বেছে নেওয়ার মতো না হয়। যথেষ্ট গবেষণা ছাড়া ফেসিয়াল করানো বিপজ্জনক হতে পারে। তিনি চারটি ফেসিয়াল ট্রিটমেন্ট না করার পরামর্শ দিয়েছেন:
 
 
 ফ্রুট ফেসিয়াল
 
 চিকিৎসকের কথায়, “শোনায় খুব এক্সোটিক, কিন্তু এটি আসলে ব্রণ বাড়াতে পারে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট করতে পারে।”
 
 
 স্যালোঁ হাইড্রা ফেসিয়াল
 
 শুনকে চমৎকার, কারণ খরচ কম। কিন্তু জানা যায় না আসলে ওই পোরস পরিষ্কার হচ্ছে কিনা, কিংবা কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে।
গোল্ড ফেসিয়াল
 
 ডা. শাচি জানিয়েছেন যে, তিনি গোল্ড ফেসিয়ালকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। তাঁর সতর্কবার্তা, এই ফেসিয়ালে ব্যবহৃত হয় ‘শিমার ও ব্লিচ,’ যা আসলে ত্বকে কেমিক্যাল বার্ন বা পোড়া দাগের মতো ক্ষতি করতে পারে। তাই সতর্ক থাকুন।
 
 
 অ্যারোমা ফেসিয়াল
 
 “আবারও, নাম শুনতে বেশ এক্সোটিক লাগলেও বাস্তবে এটি ত্বকের সেনসিটিভিটি বাড়াতে পারে এবং একজিমা, সোরিয়াসিস, কিংবা অন্য অ্যালার্জির সমস্যা ট্রিগার করতে পারে,” লিখেছেন ডা. শাচি।
