আজকাল ওয়েবডেস্ক: রাত গভীর। রূপমের গান শুনতে শুনতে, ফোনের স্ক্রিনে ভেসে উঠছে প্রাক্তন প্রেমিকার পুরনো সব ছবি—হাসি, চোখে চোখ রাখা, উপহার দেওয়া কফি মগ, কিংবা বৃষ্টির দিনে ছাতা না থাকা নিয়ে খুনসুটি। হঠাৎই মনে হচ্ছে, আবার যোগাযোগ করা যাক? হয়তো আবার সব ঠিক হয়ে যাবে!

নাহ্। তাড়াহুড়ো নয়। ফিরে যাওয়ার আগে, অন্তত একবার পাঁচটি প্রশ্ন করুন নিজেকে। প্রাক্তনের কাছে ফিরে যাওয়া মানে শুধু পুরনো প্রেম নয়—সঙ্গে থাকে পুরনো সমস্যা, ভাঙনের ক্ষত এবং নতুন চ্যালেঞ্জ।

১. ‘একা থাকার ভয় থেকেই তাঁর কথা ভাবছেন?’

অনেক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পর, হঠাৎই একাকিত্ব চেপে ধরে। তখন মনে হয়, প্রাক্তনই ভাল ছিলেন। কিন্তু একা থাকার ভয় আর প্রেম—দুটোর মধ্যে ফারাক বিশাল। নিজের অনুভূতি যাচাই করে দেখুন। প্রেম না ফাঁকা জায়গা পূরণের তাগিদ? কোনটি বেশি প্রবল?

২. ‘ভাঙনের আসল কারণ এখনও আছে না মুছে গেছে?’

সম্পর্ক এক দিনে ভাঙে না। দিনের পর দিন জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি বা অবিশ্বাসই শেষ পর্যন্ত দূরত্ব তৈরি করে। নিজেকে প্রশ্ন করুন—ভাঙনের মূলে যে কারণগুলি ছিল, সেগুলি কি সত্যিই বদলেছে?

৩. ‘সে কি আমায় ফিরিয়ে নিতে প্রস্তুত?’

প্রেম একতরফা হলে আর যাই হোক, সম্পর্ক হয় না। আপনি যতই মনে করুন—সে-ও হয়তো এখনও ভাবছে আপনাকে নিয়ে, তবু নিশ্চিত হোন, সে আদৌ আপনাকে, আপনাদের সম্পর্ককে ফিরে পেতে চায় কি না। তার চাওয়ার সম্মান না দিলে আবারও আঘাত অনিবার্য।

৪. ‘আপনি কি আগের মতোই আছেন?’

সময়ের সঙ্গে মানুষ বদলায়, বদলায় চাহিদা, মূল্যবোধ। নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজে কি সেই মানুষটাই আছেন? নাকি এখন আপনার চাওয়া-পাওয়ায় বদল এসেছে? যদি আপনি আর পুরনো সম্পর্কের সঙ্গে নিজেকে মেলাতে না পারেন, তাহলে ফেরার পথেও ফাঁক থেকে যাবে।

৫. ‘এই ফিরে যাওয়ার ইচ্ছে কি সাময়িক আবেগ, না গভীর সিদ্ধান্ত?’

দুপুরবেলায় একটা গান শুনে, বা বন্ধুরা প্রেমিক-প্রেমিকার ছবি পোস্ট করল বলে হঠাৎ করে প্রাক্তনের কথা মনে পড়েছে? নাকি দীর্ঘদিন ধরে ভাবার পর এই সিদ্ধান্ত? প্রেম আবেগ থেকে শুরু হলেও, ফিরে যাওয়া কিন্তু যুক্তি নির্ভর হওয়া উচিত।