সামান্থা রুথ প্রভুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে এসেছে এক প্রশংসনীয় পরিবর্তন। নিয়মিত ওয়ার্কআউট এবং সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি তিনি ত্বকের যত্নেও রাখেন বিশেষ মনোযোগ। তবে অসংখ্য প্রোডাক্টের পিছনে না ছুটে, এখন তিনি ভরসা করেন কেবলমাত্র কয়েকটি কার্যকরী প্রোডাক্টের উপর।

এক সাক্ষাৎকারে সামান্থা খোলাখুলি বলেন, “আগে আমি বেশ দীর্ঘ স্কিনকেয়ার রুটিন মেনে চলতাম। পরে বুঝেছি, আসলে কমটাই বেশি। যে ক’টা প্রোডাক্ট সত্যিই আপনার জন্য কাজ করে, শুধু সেগুলো ব্যবহার করাই যথেষ্ট। ট্রেন্ড আসে-যায়, কিন্তু কিছু প্রোডাক্টই সময়ের পরীক্ষায় টিকে থাকে। তাই সাত-আট ধাপের ঝক্কি পোহানোর দরকার নেই, কয়েকটি ভাল প্রোডাক্টই যথেষ্ট ফল দেয়।”

নিজের অপরিহার্য স্কিনকেয়ার প্রোডাক্টগুলির প্রসঙ্গে সামান্থা জানান, “আমার বয়সের কারণে আমি অবশ্যই রেটিনল ব্যবহার করি। তবে তরুণ ত্বকের এর প্রয়োজন নেই। সানস্ক্রিন তো অবশ্যই লাগবে, আর সঙ্গে একটি ভাল সিরাম।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)