'নগ্ন উড়ান' বা 'নেকেড ফ্লাইং', নামটা শুনেই ভ্রু কুঁচকে গেল? ভাবছেন এসব কী অশ্লীলতা? তাহলে একেবারেই ভুল ভাবছেন। নামটা যতই অদ্ভুত শোনাক, বিষয়টা একেবারেই তা নয়। নগ্নতা নামের মধ্যে থাকলেও, এখানে জামাকাপড় ছাড়া ভ্রমণের কোনও ব্যাপার নেই। তাহলে কী? চলুন জেনে নেওয়া যাক।
'নেকেড ফ্লাইং' বা 'নগ্ন উড়ান' বিষয়টা বর্তমানে গোটা বিশ্ব জুড়ে ট্রেন্ডিং। ভ্রমণ পিপাসু মানুষরা এই ভ্রমণ ট্রেন্ডকে সাদরে আপন করে নিয়েছেন। আসলে বিষয়টা হল একদম কম লাগেজ বা জিনিস নিয়ে বেড়াতে যাওয়াটাকে 'নেকেড ফ্লাইং' বলা হয়। কখনও কখনও কোনও লাগেজ না নিয়েই অনেকে বেরিয়ে পড়েন। সেটাও পড়ে এই নেকেড ফ্লাইংয়ের আওতায়। ফলে নেকেড ফ্লাইংয়ের সঙ্গে নগ্নতার কোনও সম্পর্ক নেই আদতে। এটা মূলত আক্ষরিক অর্থে কোনও জিনিস ছাড়া, বা ন্যূনতম জিনিস নিয়ে বেড়াতে যাওয়া।
নেকেড ফ্লাইং বিষয়কে আবার ৩ ভাগে ভাগ করা হয়। প্রথম দলে পড়েন তাঁরা, যাঁরা বিন্দুমাত্র কোনও লাগেজ না নিয়েই বেড়াতে যান। এমনকী অতিরিক্ত পোশাক, মাজন, ব্রাশ, ইত্যাদিও নেন না। তাহলে কী নেন? ফোনের চার্জার, ওয়ালেট বা পার্স। আর বড় জোর সানগ্লাস। দ্বিতীয় দলে পড়েন তাঁরা, যাঁরা তাঁদের পরে থাকা পোশাকেই বাকি প্রয়োজনীয় জিনিস নিয়ে নেন। ধরা যাক, আপনি কোনও কার্গো বা বহু পকেটযুক্ত প্যান্ট পড়েছেন। এবার সেই পকেটে ব্রাশ, ওষুধ, প্রয়োজনীয় অন্যান্য টুকিটাকি জিনিস নিয়ে বেড়াতে যান। আর তৃতীয় দলে তাঁরা পড়েন যাঁরা বেড়াতে যাওয়ার আগে ক্যুরিয়ার করে নিজের জিনিসপত্র সেই জায়গায় পাঠিয়ে দেন। অর্থাৎ নিজে কোনও জিনিস বয়ে নিয়ে যান না।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ভারতে এখনও এই নেকেড ফ্লাইং অত জনপ্রিয়তা লাভ না করলেও আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশে এই নেকেড ফ্লাইংকে উৎসাহ দেওয়া হচ্ছে। যাঁরা এমন কম জিনিস নিয়ে ভ্রমণ করছেন তাঁদের জন্য অতিরিক্ত সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, যেমন পছন্দের সিট বেছে নেওয়া, আগে বোর্ড করার সুযোগ বা এ বেরিয়ে যাওয়ার সুযোগ, ইত্যাদি। তবে ভারত বা এশীয়া মহাদেশের অন্যান্য দেশেও ধীরে হলেও জনপ্রিয়তা পাচ্ছে নেকেড ফ্লাইং। এবার বেড়াতে গেলে খেয়াল করবেন এমন এক, দু'জনকে আশেপাশে দেখতেই পাবেন যাঁরা প্রায় কোনও লাগেজ না নিয়েই বেড়াতে চলে যান।
তবে এই নেকেড ফ্লাইংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধাও আছে। অনেক সময় প্রায় কিছু না নিয়ে বেড়াতে যাওয়ার পর সেখানে গিয়ে প্রয়োজনে টুকিটাকি জিনিস কিনে ফেলতেই হয়। তাতে খরচ বাড়ে বই কমে না। তবে সুবিধা ওটাই যে কিছু বয়ে নিয়ে যেতে হয় না।
