আজকাল ওয়েবডেস্ক: বদলেছে প্রেম বা সম্পর্কের সমীকরণ। একজনকেই ভালবাসবো, তাকেই বিয়ে করবো, সারা জীবন তার সঙ্গেই কাটাবো- এই ধারণা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে আজকের ডিজিটাল জমানায়। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। থেরাপিস্টের কথায় এই বাঁধভাঙা সম্পর্কের জোয়ার আসলে পলিঅ্যামোরাস। বিয়ের আগেই যদি কোনও নারী বা পুরুষ বিভিন্ন কারণে একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকেন তবে তাকে পলিঅ্যামোরাস সম্পর্ক বলা হয়। নিছক বন্ধুত্বের কারণেও এই ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে । সম্পর্ক যে শুধু দুটো মানুষের মধ্যেই থাকতে হবে এমন কোনও নিয়ম নেই। তবে এই ধরনের সম্পর্কের জেরে বাড়ছে মন ভাঙার ঘটনা। সেক্ষেত্রে নিজেকে সামলাবেন কীভাবে?
১. যোগাযোগ যথাযথ রাখুন। যেকোনও সম্পর্কের মতো এই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও কমিউনিকেশন ইজ দ্য কি। আপনার প্রয়োজনের কথা অপরজনকে বুঝিয়ে বলুন। একাধিক রোমান্টিক সম্পর্কে জড়িয়ে থাকা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং ব্যাপার।
২. একজন সঙ্গে থাকা সত্বেও যদি অন্য কোন সঙ্গীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্কে জড়াতে চান তবে অনুমতি নিন। না হলেই বাড়বে সমস্যা। আপনারও মনে হতে পারে আপনি কাউকে ঠকাচ্ছেন। সেখান থেকে তৈরি হতে পারে হতাশা।
৩. পলিঅ্যামোরাস সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন। আপনার প্রত্যেক সঙ্গীর সঙ্গে নিজের চাহিদার ব্যাপারে সঠিক ধারণা রাখুন। সেটা তাদেরও বুঝিয়ে বলুন। তাহলে সকলের আবেগ বজায় থাকবে। কেউই কষ্ট পাবেন না।
৪. রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু সতর্কতা বজায় রাখুন। লাগামহীন সম্পর্কের জেরে যাতে অন্য কারও ক্ষতি না হয় সে দিকটাও আপনাকে নিশ্চিত করতে হবে।
১. যোগাযোগ যথাযথ রাখুন। যেকোনও সম্পর্কের মতো এই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও কমিউনিকেশন ইজ দ্য কি। আপনার প্রয়োজনের কথা অপরজনকে বুঝিয়ে বলুন। একাধিক রোমান্টিক সম্পর্কে জড়িয়ে থাকা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং ব্যাপার।
২. একজন সঙ্গে থাকা সত্বেও যদি অন্য কোন সঙ্গীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্কে জড়াতে চান তবে অনুমতি নিন। না হলেই বাড়বে সমস্যা। আপনারও মনে হতে পারে আপনি কাউকে ঠকাচ্ছেন। সেখান থেকে তৈরি হতে পারে হতাশা।
৩. পলিঅ্যামোরাস সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন। আপনার প্রত্যেক সঙ্গীর সঙ্গে নিজের চাহিদার ব্যাপারে সঠিক ধারণা রাখুন। সেটা তাদেরও বুঝিয়ে বলুন। তাহলে সকলের আবেগ বজায় থাকবে। কেউই কষ্ট পাবেন না।
৪. রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু সতর্কতা বজায় রাখুন। লাগামহীন সম্পর্কের জেরে যাতে অন্য কারও ক্ষতি না হয় সে দিকটাও আপনাকে নিশ্চিত করতে হবে।
