আজকাল ওয়েবডেস্ক: পার্ক করা গাড়িতে প্রেমিকার সঙ্গে বসে গল্প করছিলেন তরুণ। সেই ‘অপরাধে’ তাঁদের থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ২০,০০০ টাকা তোলাবাজির অভিযোগে সাসপেন্ড করা হল দুই পুলিশ কনস্টেবলকে। ঘটনাটি ঘটেছে পুণের ল-কলেজ রোড সংলগ্ন এলাকায়।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ১৭ জুন রাতে। প্রাথমিক তদন্তে গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ১), নিখিল পিঙ্গলে, অভিযুক্ত পুলিশকর্মী গণেশ তাত্যসাহেব দেশাই এবং যোগেশ নারায়ণ সুতারের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ জারি করেন। দুই পুলিশকর্মীই ওই এলাকার নৈশ টহলদারির দায়িত্বে ছিলেন বলে খবর। পরে পুনের ডেকান থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক।
যুবকের অভিযোগ, তিনি এবং তাঁর বান্ধবী ল-কলেজ রোডের কাছে দামলে অঞ্চলে একটি গাড়িতে বসে গল্প করছিলেন। সেই সময় নৈশ টহলদারিতে থাকা ওই দুই কনস্টেবল তাঁদের কাছে আসেন। অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ‘মিটমাট’ করার জন্য চাপ দিয়ে যুবকের কাছে ২০,০০০ টাকা দাবি করেন অভিযুক্ত দুই পুলিশকর্মী। প্রাথমিক ভাবে ঘাবড়ে যান যুবক। এরপর তাঁকে একটি মোটরবাইকে চাপিয়ে করে কমলা নেহরু পার্কের কাছের একটি এটিএমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে টাকা তুলে ওই পুলিশকর্মীদের হাতে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, এই ধরনের ঘটনা নতুন নয়। বহু নাগরিকই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন বলেই অসৎ পুলিশকর্মীরা তার সুযোগ নেন বলে মত বিশেষজ্ঞদের। সহমতের ভিত্তিতে একসঙ্গে ঘোরা বা গল্প করা কোনও ভাবেই আইনের চোখে অপরাধ নয়। উপরন্তু সন্ধ্যে ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত কোনও মহিলাকে পুলিশ চাইলেই থানায় নিয়ে যেতে পারে না।
