আজকাল ওয়েব ডেস্ক: অসময়ে চুল সাদা হয়ে যাওয়া আজ প্রায় প্রত্যেকেরই সমস্যা। অতিরিক্ত স্ট্রেস, জীবনযাপনে চূড়ান্ত অনিয়ম, হজমের গোলমাল প্রভৃতি কারণে এখন আর ৬০ পেরোলেই নয়, ২০ এর আগেই মাথায় সাদা চুল উঁকি দেয়।আর এই সমস্যার চটজলদি সমাধান হিসেবে বেশিরভাগ মানুষই বিউটি পার্লারের দ্বারস্থ হন।।দামী হেয়ার কালার করানোর কিছুদিনের মধ্যেই আবার একই ঘটনা।সাদা চুল কালো করতে সাধারণত নানা ধরনের কেমিক্যাল ভিত্তিক ট্রিটমেন্টের সাহায্য নিয়ে থাকেন অনেকেই।কিন্তু তার জেরে নষ্ট হতে পারে চুলের স্বাস্থ্য।হতে পারে চুলের ত্বকে অ্যালার্জি, এমনকি চোখের ক্ষতিও।এমন পরিস্থিতিতে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি খুঁজে বের করাই ভাল। তার মধ্যে একটি হল কফি ও অপরটি হলুদ। রুপচর্চায় এই দুই জিনিসের জুড়ি নেই।এদের মিশ্রণে প্রাকৃতিকভাবে আপনার চুল যেভাবে কালো ও উজ্জ্বল হবে, আপনি কল্পনাও করতে পারবেন না।
প্যানে দু'চামচ হলুদ নিন। অল্প আঁচে নাড়তে থাকুন।কালচে বাদামী রঙের হয়ে এলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিন।এক চামচ কফি পাউডার দিন। সঙ্গে এক চামচ টকদই দিয়ে ভাল মতো মিশিয়ে হেয়ার কালার প্যাক তৈরি করুন।
এটি মাথায় সব জায়গায় ঠিকমত লাগিয়ে রাখুন আধঘন্টা। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। একবার ব্যবহারেই আপনার সমস্ত পাকা চুল গোড়া থেকে কালো হবে। চুলের স্বাস্থ্য ও উজ্জ্বলতাও ফিরবে।
কফিতে রয়েছে প্রাকৃতিক রং যা চুল কালো করতে সাহায্য করে।এতে উপস্থিত ক্যাফেইন এবং অন্যান্য যৌগগুলি চুলকে গভীরভাবে পুষ্ট করে এবং তাদের গঠন মজবুত করে।হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের প্রদাহ কমায়।এতেই কমে চুল পড়া, স্ক্যাল্পে চুলকানি ও খুশকির সমস্যা।অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের ফলিকলকে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে।স্ক্যাল্পে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবেও কাজ করে হলুদ।
