নিজস্ব সংবাদদাতা: বাংলা পঞ্জিকা অনুসারে গতকাল থেকে শুরু হল শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তাছাড়া আজ শুক্রবার মা লক্ষ্মীর দিন। তাই লক্ষ্মীদেবীর আশীর্বাদ বর্ষিত হওয়াই স্বাভাবিক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র আজ সারাদিন মেষ রাশিতে গোচর করবেন। এমতাবস্থায় আজকের দিনটি কোন কোন রাশির জন্য বিশেষ ভাবে ফলপ্রসূ হবে তা বলে দিতে পারে জ্যোতিষবিদ্যা। দেখে নেওয়া যাক আজকের দিনটি ভাল কাটবে কোন কোন রাশির?

আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

মেষ

আজ মেষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতির দিন। আজ আপনার নেতৃত্বের ক্ষমতা বিশেষ ভাবে উজ্জ্বল হয়ে উঠবে। যাঁরা নতুন কোনও দায়িত্বের প্রত্যাশায় ছিলেন, তাঁরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। অফিসে আপনার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু তাই বলে প্রথম দিনই বিরাট কোনও পদক্ষেপ করতে যাবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। ছাত্রছাত্রীরা পরিশ্রমের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে একটি ইতিবাচক মোড় আসতে পারে। তবে দাম্পত্যে ঝগড়া থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ বিরাট পুরুষাঙ্গ দুলিয়ে কুপ্রস্তাব দেন বিখ্যাত ‘খান’! বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক শার্লিন চোপড়া

বৃষ

আজ অর্থভাগ্য আজ বেশ মজবুত। হঠাৎ করেই অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থাগম কিংবা আর্থিক লাভ হতে পারে। তবে সতর্ক না থাকলে অচিরেই প্রাপ্ত সম্পদ ফসকে যেতে পারে। যাঁরা কোনও দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেন, তাঁদের ক্ষেত্রে আজ সুখবর আসতে পারে। দাম্পত্য এবং পারিবারিক জীবন বেশ আনন্দময় থাকবে। তবে সঙ্গীর মনের চাহিদার বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে যাবেন না। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাবধানে কাজ করতে হবে।

কর্কট

আজ কর্কট রাশির জাতক-জাতিকারা নানা বিষয়ে ভাগ্যের সাহায্য পাবেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে ইতিবাচক সাড়া আসতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে, সাফল্যের সম্ভাবনা প্রবল। পারিবারিক শান্তি বজায় থাকবে। বাড়িতে নতুন সদস্য আসতে পারে। আত্মবিশ্বাসে ভর করে আজ বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহমিকায় পরিণত না হয়। বিশেষ করে আর্থিক ঝুঁকি নিলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সিংহ

কোমরের সমস্যায় কষ্ট পেতে পারে কিন্তু সঠিক পদ্ধতিতে চিকিৎসা হলে সুফল মিলতে পারে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা আজ নতুন কোনও কাজে হাত দিতে পারেন। চাকুরিজীবীরা নেতৃত্বগুণে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। যাঁরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের কাছেও আজ নতুন অর্ডার আসতে পারে। ভাই বোন বা অন্য কোনও নিকটাত্মীয়ের থেকে উপকৃত হবে। সন্তান লাভের ক্ষেত্রেও আজ ভাগ্য অনুকূলে থাকবে।

 

তুলা

পারিবারিক জীবনে আনন্দ থাকবে। বাবা মা তুলা রাশির জাতক জাতিকা হলে আজ সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। পাশাপশি, সন্তানের কোনও কাজে আশাহত বা অসন্তুষ্ট হলে অযথা বকাঝকা করবেন না। কাছে ডেকে বোঝালে এবং তার মনের কথা বুঝতে পারল ভবিষ্যতের পথ সুগম হবে। বন্ধুত্বে কোনও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে জ্বর এবং সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে।

 

 

এই প্রতিবেদনটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষনের উপর ভিত্তি করে প্রস্তুত। ব্যক্তিগত রাশিচক্র ভিন্নফল দিতে পারে।