আজকাল ওয়েব ডেস্ক: ক্রমশ শক্তিশালী হচ্ছে সাইক্লোন 'দানা'। ধেয়ে আসছে উপকূলের দিকে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ‘দানা’ আছড়ে পড়তে পারে। বাংলাতেও দানার বড় প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। আর প্রাকৃতিক বিপর্যয় যত বড়ই হোক, যে কোনও পরিস্থিতিতে মোবাইল সচল থাকা অত্যন্ত জরুরি। আসলে ঝড়ের সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেই পড়তে হয় সমস্যায়। সেক্ষেত্রে মোবাইলে চার্জ রাখতেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে দীর্ঘক্ষণ মোবাইলে চার্জ রাখতে পারবেন। কীভাবে? রইল হদিশ। 

ঝড়ের সময়ে প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই ও মোবাইল ডেটা বন্ধ রাখুন। এতে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে না। একইসঙ্গে বন্ধ রাখুন লোকেশন সার্ভিসও। ফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে লোকেশন সার্ভিস চালু রাখতে হয়। তবে ফোনে যে সব সময় সার্ভিসটি চালু রাখতে হবে, এমনটা নয়। লোকেশন সার্ভিস চালু থাকলে তা ব্যাটারি চার্জ বেশি খরচ করে। তাই প্রয়োজন না হলে এটি বন্ধ রাখুন।

মোবাইলে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন। ফোনের পর্দার ব্রাইটনেস বা উজ্জ্বলতা বেশি থাকলে ব্যাটারির চার্জ বেশি খরচ হয়। ফলে ব্যাটারির চার্জও দ্রুত শেষ হয়ে যায়। তাই স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করুন।

থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। যেগুলি ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। সেই কারণে ফোনের সেটিংস অপশনে থাকা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, সেগুলোর নাম জেনে নিন। এরপর অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন।