আজকাল ওয়েবডেস্ক: গরমকাল মানেই অতিরিক্ত ধুলোবালি, ফলে খুশকি আর তেলতেলে ভাব চুলের বারোটা বাজিয়ে দেয়। সঙ্গে দোসর মাথার ঘাম। সব মিলিয়ে নিয়মিত চুলের যত্ন না নিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই চুলের মারাত্মক ক্ষতি হয়। বেড়ে যায় চুল পড়ার সমস্যাও। এই পরিস্থিতিতে রোজ রোজ শ্যাম্পু না করে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়। চুল সুন্দরও হবে, ঝলমলও করবে।

১. লেবুর রস: লেবুর অ্যাসিডিক উপাদান খুশকি কমাতে খুব ভাল কাজ করে। পাশাপাশি লেবু অতিরিক্ত তেল নিঃসরণও কমায়।
* ২ চামচ লেবুর রস হালকা গরম করে মাথার স্ক্যাল্পে ভাল করে লাগান।
* ২০-২৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২-৩ বার এটা করতে পারেন।

২. টক দই: টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা স্ক্যাল্প পরিষ্কার রাখতে আর খুশকি কমাতে সাহায্য করে। এটা চুলকে ময়েশ্চারাইজও করে, তাই তেলতেলে ভাব কমে।
* পরিমাণ মতো টক দই নিয়ে মাথার স্ক্যাল্পে আর চুলে ভাল করে মালিশ করুন।
* ৩০ মিনিট রেখে দিন।
* এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।

৩. অ্যালোভেরা জেল: অ্যালোভেরাতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি আর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকি কমাতে সাহায্য করে। এটা স্ক্যাল্পকে ঠান্ডা রাখে আর অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
* তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন।
* এই জেল সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন।
* ৩০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
* চাইলে এটা প্রতিদিনও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন যে ঠান্ডা না লেগে যায়।