আজকাল ওয়েবডেস্কঃ কনকনে ঠান্ডায় মিঠে রোদের আমেজ মাখতে সবারই ভালো লাগে। ঠান্ডায় হাত ও পা জমে যাওয়ার উপক্রম হলে কোথাও এক চিলতে রোদ দেখলেই দাঁড়িয়ে খানিক উষ্ণতা জড়ো করে শান্তি পাওয়াতেই শীতের আনন্দ। কিন্তু তাতে আবার বিপত্তি হলো হাত-পায়ের ত্বকে পুড়ে যাওয়া। মুখ, ঘাড় বা শরীরের অন্যান্য অংশ থেকে রোদে পোড়া দাগ ছোপ তুলতে আমরা যতটা তৎপর, ততটা হাত ও পায়ের ক্ষেত্রে নই। কারণ, বেশির ভাগ সময় শরীরের এই দুটি অংশ লোকচক্ষুর আড়ালে থাকে। কিন্তু এইভাবে হাত পায়ের দাগ-ছোপকে অবহেলা করলে একটা সময় পর তা তোলা খুব কষ্টকর হয়ে যায়। স্যালোঁ গিয়ে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে সালোঁয় যাওয়ার আগে নিয়মিত যদি ঘরোয়া এই স্ক্রাব ব্যবহার করা যায়, তবে হাত পায়ের ট্যান নিয়ে বাড়ি মাথায় তোলার কোনও অবকাশই থাকে না। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
একটি কাচের বাটিতে এক চামচ করে চিনি ও কফি পাউডার দিয়ে দিন। সঙ্গে দিতে হবে অর্ধেক লেবুর রস ও এক চামচ বেকিং সোডা। ভাল করে মিশিয়ে নিন। হাত ও পায়ের পাতায় লাগিয়ে নিন। অর্ধেক লেবুর খোসা রস নিংড়ে ফেলে দেবেন না। সেই লেবুর খোসা দিয়ে ভাল করে হাত-পা ঘষে নিন। ৪-৫ মিনিট ঘষে ঈষৎ উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। ধোয়ার পর অবশ্যই কোনও ভাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
কফিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এর রয়েছে অ্যান্টি-এজিং উপাদানও। তাই কফি দিয়ে ত্বকের যত্ন নিলে সহজে চামড়া ঝুলে যায় না। ত্বক থাকে টানটান ও সতেজ। এদিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের ট্যান নিমেষেই দূর করে কফি। এমনকী স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এই ঘরোয়া উপাদানই। কফি পাউডার প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এমনিতেই ত্বকের যত্নে লেবু ভীষণ জনপ্রিয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ও ত্বকের টোনকে সমান করে। ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে ওস্তাদ চিনি। হাত-পায়ের পাতাই হোক বা ঠোঁট, সর্বাঙ্গ উজ্জ্বল ও আকর্ষণীয় হলে রূপের লাবণ্য অনেককেই তাক লাগায়। আর চিনিতে এমনই কিছু গুণাগুণ রয়েছে যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে।
