আজকাল ওয়েব ডেস্ক: চুল প্রায় রোজই দামী কোম্পানির শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করছেন।সময় পেলে তেলও দিচ্ছেন। তারপরও চুল এমন রুক্ষ হয়ে যাচ্ছে যে মন খারাপের শেষ নেই। সকালে শ্যাম্পু করলেও দিনশেষে রুক্ষ ও শুষ্ক চুলের জেল্লা হারিয়ে যাচ্ছে। সারাদিন পর অফিস থেকে ফিরে পার্লারে হেয়ার স্পা করানোর সময়ই বা কোথায়। সঙ্গে হাজার খানিক টাকার ব্যয়।
চুলের জেল্লা ফেরাতে শুধু শ্যাম্পু করলেই চলবে না। চুল শুকোনো মাত্রই মাথার ত্বক আরও শুষ্ক হয়ে পড়বে। খুশকির সমস্যা থাকলে তো কথাই নেই।হাতে যতটুকু সময় রয়েছে, তার মধ্যেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন হেয়ার স্পা।
অ্যালোভেরা গাছ কম বেশি প্রায় সব বাড়িতেই থাকে। বাড়ির কোণে ছোট পাত্রে এর জায়গা হয়।এই অ্যালোভেরা গাছের পাতা থেকে আসা জেল চুলের স্বাস্থ্যের আসল অস্ত্র।
আবার চুলের ফলিকলগুলিকে মজবুত করে তুলতে তিসি বা ফ্ল্যাক্স সিড দারুণ কাজ করে।চুলের স্বাস্থ্য ভাল রাখতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন অনেকে। তবে ভিটামিন ই-র প্রাকৃতিক উৎস হল তিসি। চুলের জেল্লা ধরে রাখার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে এই ভিটামিন ই।
একটি অ্যালোভেরা গাছের পাতাকে ছুঁড়ি দিয়ে খুব সাবধানে চারপাশে কেটে নিন। এবার পাতার উপরের অংশ আলতো করে কেটে তুলে নিয়ে জেলটি বের করে আনুন।এক কাপ জল সসপ্যানে দিন।এতে এক চামচ ফ্ল্যাক্স সিড দিয়ে ৫ মিনিট মতো ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে জলটি আঠালো হয়ে উঠবে। ছাঁকনিতে ফ্ল্যাক্স সিডের মিশ্রণটি ছেঁকে জল আলাদা করে নিন।ওই জলে আগে থেকে বের করে রাখা টাটকা অ্যালোভেরা জেল দিয়ে দিন। সঙ্গে দিন এক চামচ নারকেল তেল। খুব ভাল করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন।ঘন প্যাক তৈরি হয়ে গেলে সম্পূর্ণ চুলে মেখে নিতে হবে।প্যাকটি ৪০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
কুঁচকে যাওয়া চুল হবে কোমল ও মসৃণ।চুল ফিরে পাবে পুরনো জেল্লা।যাঁরা দীর্ঘদিন ধরে খুশকি ও চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাঁরা ব্যবহার করে দেখতে পারেন এই ঘরোয়া হেয়ার স্পা। মাথায় নতুন চুল গজাবে ও স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে।চুলের গোড়া মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করে এই ঘরোয়া স্পা।
