আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার পোষার জন্য কুকুর কিনতে চাইছেন? যতটা সহজ ভাবছেন, কুকুর পোষা কিন্তু অতটাও সহজ নয়। তাই পোষ্যকে বাড়ি আনার আগে বেশ কিছু কথা মাথায় রাখা দরকার। বিশেষ করে পশ্চিমবাংলার আবহাওয়াতে চাইলেই কোনও বিদেশি কুকুর এনে রাখতে পারবেন না। তাতে কষ্ট পাবে নিরীহ পোষ্য। কুকুর কেনার আগে কোন কোন বিষয় পর্যালোচনা করা জরুরি?

১. আপনার জীবনযাত্রা ও সামর্থ্য বিবেচনা করুন: একটি কুকুরের জন্য প্রতিদিন যথেষ্ট সময় দিতে হবে - তাকে খাওয়ানো, হাঁটাতে নিয়ে যাওয়া, খেলা করা এবং প্রশিক্ষণ দেওয়া। আপনার কি সেই সময় আছে? আপনার বাড়িতে বা ফ্ল্যাটে কুকুরের জন্য যথেষ্ট জায়গা আছে কি? বড় আকারের কুকুরের জন্য বেশি জায়গার প্রয়োজন। অর্থনৈতিক সামর্থ্যও থাকা চাই। কুকুরের খাবার, পশুচিকিৎসকের খরচ, খেলনা, এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসের জন্য নিয়মিত খরচ হবে। আপনার কি সেই আর্থিক সামর্থ্য আছে? বিবেচনা করুন।


২. সঠিক প্রজাতি নির্বাচন করুন: পশ্চিমবঙ্গের আবহাওয়া গরম এবং আর্দ্র। এই আবহাওয়ায় মানানসই প্রজাতির কুকুর বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। খুব বেশি লোমযুক্ত বা ঠাণ্ডা অঞ্চলের কুকুর এখানে কষ্ট পেতে পারে। তা ছাড়া আপনি কি সঙ্গী চান, নাকি পাহারাদার কুকুর? সেই আপনার প্রয়োজন অনুযায়ী কুকুর নির্বাচন করুন।

৩. কুকুরের আকার এবং মেজাজ: আপনার বাড়িতে কতটা জায়গা আছে তার উপর নির্ভর করে ছোট, মাঝারি বা বড় আকারের কুকুর বেছে নিতে পারেন। কিছু কুকুর শান্তশিষ্ট হয়, আবার কিছু প্রজাতির কুকুর বেশি চঞ্চল। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই মেজাজের কুকুর নির্বাচন করুন। পশ্চিমবঙ্গের আবহাওয়ার জন্য উপযুক্ত প্রজাতির মধ্যে অন্যতম ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার, বিগল, ককার স্প্যানিয়েল, পাগ, দেশীয় কুকুর (এরা এখানকার আবহাওয়ায় খুব সহজে মানিয়ে নিতে পারে)

৪. কেনার আগে ও পরে যা মনে রাখবেন: কুকুর কেনার আগে কোনও পশুচিকিৎসককে দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। কুকুরছানা কেনার পর অবশ্যই তাকে প্রয়োজনীয় টিকা দিন এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান।