আজকাল ওয়েব ডেস্ক: বেশ কয়েক বছর ধরে মহালয়া থেকে ভরপুর পুজোর আমেজ শুরু হয়ে যায়। বোধনের আগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন অনেকেই। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে অষ্টমী-নবমীর ভিড় এড়াতে আগেভাগেই ঠাকুর দেখার পর্ব সেরে নেন। আসলে খুদে সদস্যের আগ্রহ অনেক বেশি থাকে। তাই তো নতুন পোশাক পরে প্যান্ডেলের ভিড়ের মধ্যে ঠাকুর দেখতেও ক্লান্ত হয় না তাঁরা। তবে প্রথমবার শিশুকে নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। তাহলে অভিভাবকেরা জেনে নিন সেই বিষয়ে।
সন্তানের বয়স ১-৩ বছরের মধ্যে হলে তাকে নিয়ে ভিড়ে ঠাকুর দেখা বেশ ঝক্কির। সেক্ষেত্রে প্রথমেই শিশুর জন্য ব্যাগে জিনিসপত্র নিয়ে বেরোন। ১-২ বছরের বাচ্চাদের বাইরের খাবার চলবে না। তাই বাড়িতেই খাবার বানিয়ে গুছিয়ে নিন। সঙ্গে রাখুন পর্যাপ্ত জলও। অতিরিক্ত ডায়াপার, বেবি ওয়াইপসও রাখতে হবে। আর এত ছোট শিশুকে নিয়ে খুব বেশিক্ষণ ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করা ঠিক নয়।
শিশুর বয়স পাঁচ বছরের মধ্যে হলে বাইরে খাওয়ার বায়না করতে পারে। সেক্ষেত্রে পেট ভর্তি করে খাইয়ে নিয়ে বাড়ি থেকে বেরোন। যাতে বাইরে খেলেও খুব বেশি খেতে না পারে। সম্ভব হলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে বেরোতে পারেন। সন্তানের বয়স যদি ১০ বছরের মধ্যে হয় তাহলে তাঁর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে তেমন সমস্যা হবে না। তবে শুধু খেয়াল রাখতে হবে জুতো যেন হয় আরামদায়ক। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়লে বিপদ। এছাড়া জলপান, খাওয়াদাওয়ার দিকে নজর তো রাখতে হবে।
পুজোয় প্রতিবারই ভ্যাপসা গরমই থাকবে। যে কোনও বয়সের শিশুকে হালকা সুতির পোশাক পরান। সকালে বেরোলে সানগ্লাস। সন্তানের খুব ছোট বয়স হলে ব্যাগে অতিরিক্ত একটি জামা রাখতে পারেন। মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখুন। শিশুর হাঁপানি বা শ্বাসকষ্টের ধাত থাকলে সঙ্গে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ অবশ্যই রাখতে হবে।
