আজকাল ওয়েবডেস্কঃ কারওর ঠোঁটের উপর, কারওর বা দু’গালে। রোমের ঘন রেখায় অস্বস্তিবোধ করেন অনেকেই। মাসে অন্তত দু’বার অবাঞ্ছিত লোম না তুললেই নয়! যার জন্য স্যালোঁয় গিয়ে ওয়্যাক্স কিংবা ‘থ্রেডিং’-এর উপরেই ভরসা রাখেন। ত্বকের ক্ষতি হবে জেনেও ‘রেজার’ ব্যবহার না করে বাইরে বেরোতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না অনেকেই। এদিকে মুখের অবাঞ্ছিত রোম টেনে তুলতে গিয়ে নাকের জলে, চোখের জলে একাকার। তবে জানেন কি কোনও যন্ত্রণা ছাড়া সহজেই বাড়িতে মুখের রোম তুলতে পারেন। কিন্তু কীভাবে? রইল তারই হদিশ।
একটি বাটিতে কাঁচা দুধ নিয়ে তাতে একে একে পরিমাণ মতো হলুদ, চিনি ভালভাবে মেশান। এরপর ওই মিশ্রণে বেসন, লেবু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফেসিয়াল হেয়ার তোলার ঘরোয়া প্যাক। এবার এই প্যাকটি সপ্তাহে এক-দু'বার মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ধোয়ার সময়ে অবাঞ্ছিত রোমের বৃদ্ধির বিপরীত দিকে টেনে নিন।
বাড়িতে এই প্রক্রিয়াটি দুই বা তিন বার করলেই ফলাফল দেখতে পাবেন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকও হবে উজ্জ্বল। এতে নতুন করে আর লোম বাড়বে না। পুরনো রোমও গোড়া থেকে নির্মূল হবে। তাই পার্লারের কোনও ট্রিটমেন্ট কিংবা রেজারের প্রয়োগ না করে এই ঘরোয়া উপায়ের উপর আপনিও ভরসা রাখতে পারেন। এতে ত্বকে প্রভাব পড়বে না কোনও রাসায়নিকের,একইসঙ্গে চেহারা থাকবে খুঁতবিহীন।
