আজকাল ওয়েবডেস্ক: মুখের ত্বকের যেমন পরিচর্চা প্রয়োজন, তেমনই মুখের সবচেয়ে কোমল অংশ ঠোঁটেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি। অনেকে শীতকাল তো বটেই, সারা বছরই শুষ্ক ও ফেটে যাওয়া ঠোঁটের সমস্যায় ভোগেন। সঠিকভাবে যত্ন না নিলে লাগাতার দূষণ, সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ঠোঁটের বেহাল দশা হতে বেশি সময় লাগে না। ঠোঁটের যত্ন নেওয়ার জন্য নিয়মিত স্ক্রাব, ময়শ্চারাইজ করা জরুরি। ব্যবহার করতে হবে সঠিক প্রোডাক্টও। সেক্ষেত্রে ঘরোয়া উপায়েও সহজে ঠোঁটের যত্ন নিতে পারেন।
একটি পাত্রে এক টেবিল চামচ নারকেল তেল, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ চিনি মিশিয়ে দিন। মিশ্রণটি ভাল করে ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে ৩ বার এই লিপ স্ক্রাব ব্যবহার করলে ঠোঁট ভাল থাকবে। তবে অতিরিক্ত স্ক্রাব ব্যবহারের ফল হিতে বিপরীত হতে পারে।
ঠোঁট এক্সফোলিয়েট এবং পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই ময়শ্চারাইজ করা প্রয়োজন। তাই ঠোঁটে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। পাঁচটি গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার হয়ে গেলে দেড় কাপ জল দিয়ে প্যানে পাঁপড়িগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটান। ঠান্ডা হলে জল ছেঁকে নিন। এই জলে এক চামচ মধু ও নারকেল তেল দিন। সঙ্গে এক চামচ ভেসলিন দিয়ে খুব ভাল করে মেশান। একটি ছোট কাঁচের পাত্রে এই ঘরোয়া লিপ বামটি ভরে রাখুন। শুষ্কতা থেকে রক্ষা পেতে নিয়মিত ঠোঁটে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
যাঁরা সবসময় এসি-এর মধ্যে থাকেন, তাঁদের ঠোঁটের হাইড্রেশন প্রয়োজন বেশি। মর্নিং স্কিন কেয়ার রুটিন এবং নাইট স্কিন কেয়ার রুটিন মেনে চলার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে নিন। এতে ভাল থাকবে ঠোঁট।
