আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে নানা প্রয়োজনে অপ্রয়োজনে বা হাঁটাচলার মধ্যেই অভ্যাসবশত বাড়ির স্যুইচ বোর্ডে আমাদের হাত চলে যায়। হাতের সমস্ত তেল, ময়লা বা অন্য যে কোনও নোংরা স্যুইচ বোর্ডে এবং স্যুইচের ভেতরে আটকে যায়। সাধারণত মানুষ ঘর পরিষ্কার রাখার জন্য বিভিন্ন কাজ করে থাকেন দিনভর। কিন্তু বাড়ির সুইচ বোর্ডটিকে তারা বেশিরভাগ সময়ই উপেক্ষা করেন। অনেক বাড়িতেই সুইচ বোর্ডে কালো দাগ থাকে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হিসেবে এই স্যুইচ বোর্ডকে দায়ী করা হতো। তাই সেইসময় থেকে মানুষ আরও গভীরভাবে এই বিষয়ে ওয়াকিবহাল। তবে যেমন ইচ্ছে সেটিকে পরিষ্কার করাও বিপজ্জনক হতে পারে। তাই রইল কিছু ঘরোয়া উপাদান, যা দিয়ে সহজেই এই নোংরা পরিস্কার করতে পারেন। 

সুইচ বোর্ডে তেল ও মশলার হলুদ দাগ দূর করতে রান্নাঘরে সবসময় মজুত থাকা এই উপকরণটির জুড়ি নেই। এর জন্য এক কাপ জলে দু'চামচ ভিনিগার এবং এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে একটি সুতির কাপড় ডুবিয়ে ভাল করে মুড়ে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে সুইচ বোর্ডটি কাপড়ের সাহায্যে পরিষ্কার করুন। এটি সুইচ বোর্ডটিকে পুরোপুরি পরিষ্কার এবং চকচকে করতে পারে।

সুইচ বোর্ডের কালো দাগ দূর করতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন চামচ বেকিং সোডায় অর্ধেকটা লেবু নিংড়ে দিন। তারপর এই মিশ্রণটি সুইচ বোর্ডে লাগান, শুকনো কাপড় দিয়ে মুছে বোর্ড পরিষ্কার করুন। এটি কয়েক মিনিটের মধ্যে সুইচ বোর্ড থেকে ময়লা সরিয়ে বোর্ডটিকে নতুনের মতো উজ্জ্বল করবে।

তাছাড়া আপনি বোর্ড পরিষ্কার করতে নেইল পলিশ রিমুভার বা অ্যালকোহলও ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখবেন, সুইচ বোর্ড পরিষ্কার করার সময় বৈদ্যুতিক শক লাগার ঝুঁকি থাকে। তাই পরিষ্কার করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা খুবই জরুরি। এটি আপনাকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। এছাড়াও সুইচ বোর্ড পরিষ্কার করার আগে গ্লাভস এবং স্লিপার পরে নেওয়াও উচিত।

পরিষ্কার করার পরপরই বিদ্যুৎ চালু করবেন না। সুইচ বোর্ড পরিষ্কার করার আধঘণ্টা পর সুইচ অন করুন। এটি বোর্ডটিকে সঠিকভাবে শুকিয়ে দেবে এবং বোর্ড জুড়ে বিদ্যুৎ শক হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়। বোর্ডটির সুইচ অন করার আগে একটি শুকনো সুতির কাপড় দিয়ে আবার বোর্ডটি মুছে নিতে হবে। সুইচ বোর্ড সম্পূর্ণ শুকনো আছে কিনা দেখে নেওয়া জরুরি।