জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন শনির নক্ষত্র পরিবর্তনে তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে। আর শনির একটি নক্ষত্র পরিবর্তনে সময় লাগে প্রায় এক বছর। সেই হিসেবে সব নক্ষত্রে একবার ঘুরে আসতে প্রায় ২৭ বছর সময় নেন শনিদেব।
শুক্রবার ৩ অক্টোবর রাতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শনি। বক্রীদশাতে উত্তরভাদ্রপদ থেকে শনি পূর্বভাদ্রপদে গমন করেছে। সেখানেই ২০২৬ সালের ২০ জানুয়ারি পর্যন্ত থাকবেন শনিদেব। পূর্বভাদ্রপদ হল বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে শনির গোচর তিন রাশির জন্য শুভ হবে৷ অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

সিংহ: শনির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে। আর্থিক পরিস্থিতি সুরক্ষিত হবে।
ধনু: শনির প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কোনও আইনি মামলা চললে নিষ্পত্তি হতে পারে। সব বাধা কেটে হাতের মুঠোয় থাকবে সাফল্য। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
কুম্ভ: শনির গোচরে কুম্ভ রাশির সৌভাগ্যের দরজা খুলবে। পারিবারে কোনও সমস্যা চললে শীঘ্রই তা মিটে যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ ঋণের বোঝা কমবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।
